'Caesar and Cleopatra' is—
A
a tragedy by William Shakespeare
B
a poem by Lord Byron
C
a play by Bernard Shaw
D
a novel by S. T. Coleridge
উত্তরের বিবরণ
Caesar and Cleopatra হলো একটি নাটক যা ১৮৯৮ সালে G.B. Shaw দ্বারা লেখা হয় এবং এটি জুলিয়াস সিজার ও ক্লিওপাট্রার সম্পর্কের কাল্পনিক কাহিনী উপস্থাপন করে।
George Bernard Shaw (১৮৫৬-১৯৫০) একজন বিখ্যাত আইরিশ নাট্যকার এবং সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাঁকে The greatest modern English dramatist এবং The father of modern English literature হিসেবে খ্যাতি লাভ।
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
Candida
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Arms and The Man
-
Doctor's Dilemma
-
St. Joan of Arc
-
You Never Can Tell
-
Major Barbara
-
Man of Destiny
-
Pygmalion
-
Androcles and The Lion

0
Updated: 11 hours ago
I know what he wants.
The underlined part is -
Created: 2 days ago
A
Noun Clause
B
Adjective Clause
C
Adverb Clause
D
Compound Sentence
• Correct Answer: ক) Noun Clause
Explanation:
-
Noun Clause হলো এমন clause যা noun-এর মতো কাজ করে (subject, object বা complement)।
-
উদাহরণ: I know what he wants
-
এখানে what he wants হলো verb know এর object।
-
এটি প্রশ্নের উত্তর দিচ্ছে – "আমি কী জানি?" – তাই noun-এর কাজ করছে।
-
Other options:
-
খ) Adjective Clause: কোনো noun বা pronoun কে describe করে। যেমন: The man who came is my uncle. এখানে underlined অংশ Adjective Clause নয়।
-
গ) Adverb Clause: verb, adjective বা adverb modify করে। এখানে নেই।
-
ঘ) Compound Sentence: এখানে মাত্র একটি independent clause আছে, তাই Compound Sentence নয়।

0
Updated: 2 days ago
"Black Death” is the name of a—
Created: 1 month ago
A
fever
B
black fever
C
plague pandemic
D
death of black people
চতুর্দশ শতকে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাতে মারাত্মক একটি মহামারি ছড়িয়ে পড়ে যা ইতিহাসে বিউবনিক প্লেগ মহামারি tor (bubonic plage pandemic) নামে পরিচিত। এতে ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাণ হারায়। ইউনিসিয়া পেসটিস নামক একটি ব্যাকটেরিয়া ছিল এ মহামারির প্রধানতম কারণ এবং ওরিয়েন্টাল র্যাট ফ্রি নামের এক প্রজাতির মাছি ছিল এই ব্যাকটেরিয়ার পোষক। এই ভয়ংকর মাছিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে মহামারী প্লেগ ছড়িয়ে পড়েছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়।

1
Updated: 1 month ago
Nineteen Eighty-four is written by -
Created: 3 days ago
A
Aldous Huxley
B
George Orwell
C
Ray Bradbury
D
J.R.R. Tolkien
Nineteen Eighty-Four হলো George Orwell রচিত একটি বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে। কাহিনীর পটভূমি গড়ে উঠেছে Oceania নামক এক কর্তৃত্ববাদী রাষ্ট্রে, যেখানে স্বাধীন চিন্তা ও বাক স্বাধীনতার কোনো স্থান ছিল না।
-
রাষ্ট্রীয় সরকার জনগণকে ব্রেইনওয়াশ করে এবং সমালোচনা বা ভিন্নমত সম্পূর্ণভাবে দমন করত।
-
সরকারের মূল স্লোগান ছিল: “War is peace,” “Freedom is slavery,” এবং “Ignorance is strength।”
-
কেন্দ্রীয় চরিত্র Winston Smith সরকারী দায়িত্বে ইতিহাস কিংবা বিকৃত ইতিহাস রচনায় নিযুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে সে সত্য উদঘাটনে আগ্রহী হয় এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে।
-
Winston, Julia নামের এক মেয়ের প্রেমে পড়ে এবং তারা একসাথে গোপনে সরকার বিরোধী কার্যক্রমে জড়িত হয়। তবে সরকারের কড়া নজরদারির কারণে তারা ধরা পড়ে।
-
শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে গ্রেফতার হয়ে তারা সংশোধনাগারে পাঠানো হয়।
Important Terms from the Novel:
-
Newspeak
-
Big Brother
-
Thought Police
George Orwell (1903–1950):
-
প্রকৃত নাম: Eric Arthur Blair।
-
জন্ম: ব্রিটিশ ভারতে।
-
তাঁর উল্লেখযোগ্য দুই উপন্যাস হলো Animal Farm এবং Nineteen Eighty-Four।
Famous Works:
Novels:
-
Animal Farm (1945 – a fairy story)
-
Nineteen Eighty-Four
-
Burmese Days
-
Coming Up for Air
Stories/Essays:
-
Shooting an Elephant
-
A Hanging
Source:

0
Updated: 3 days ago