'Exercise Tiger Lightning 2025' কী?
A
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া
B
বাংলাদেশ সেনা বাহিনীর বার্ষিক মহড়া
C
বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়া
D
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
উত্তরের বিবরণ
Exercise Tiger Lightning 2025 হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক মহড়া, যা পারস্পরিক সামরিক সহযোগিতা ও যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।
প্রধান তথ্যগুলো হলো:
-
আয়োজনকারী: বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড (United States Army Pacific Command-এর তত্ত্বাবধানে)।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেড।
-
অংশগ্রহণকারীরা:
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৬৬ জন নেভাডা ন্যাশনাল গার্ড সদস্য
-
বাংলাদেশ: ১০০ জন প্যারা কমান্ডো ব্রিগেড সদস্য
-
-
সময়কাল: ২৫ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত ৬ দিন
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন
-
সামরিক প্রস্তুতি জোরদার করা
-

0
Updated: 15 hours ago
GATT চুক্তির কোন রাউন্ডের মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয়?
Created: 2 days ago
A
উরুগুয়ে রাউন্ড
B
টোকিও রাউন্ড
C
কেনেডি রাউন্ড
D
জেনেভা রাউন্ড
GATT চুক্তির রাউন্ড ১৯৪৭ থেকে ১৯৯৩ সালের মধ্যে মোট ৮টি রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল।
GATT রাউন্ডসমূহ:
-
জেনেভা রাউন্ড (Geneva Round)
-
অ্যানেসি রাউন্ড (Annecy Round)
-
টরকুয়ে রাউন্ড (Torquay Round)
-
জেনেভা রাউন্ড II (Geneva II Round)
-
ডিলন রাউন্ড (Dillon Round)
-
কেনেডি রাউন্ড (Kennedy Round)
-
টোকিও রাউন্ড (Tokyo Round)
-
উরুগুয়ে রাউন্ড (Uruguay Round)
উরুগুয়ে রাউন্ড (Uruguay Round):
-
GATT রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ
-
সংলাপ চলেছিল ৮ বছর ধরে, শুরু: সেপ্টেম্বর ১৯৮৬
-
সমাপ্তি: ১৫ এপ্রিল, ১৯৯৪, GATT চুক্তি সংশোধনের মাধ্যমে
-
ফলস্বরূপ, নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা গঠনের সিদ্ধান্ত নেয়া হয়
-
১৯৯৫ সালে এর ভিত্তিতে World Trade Organization (WTO) প্রতিষ্ঠিত হয়

0
Updated: 2 days ago
বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান -
Created: 1 week ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৭টি
সুশাসনের উপাদান:
-
বিভিন্ন সংস্থা ও তাত্ত্বিকদের মতে সুশাসনের মূল উপাদান ভিন্ন।
-
Asian Development Bank (ADB): ৪টি উপাদান
-
UNDP: ৯টি উপাদান
-
World Bank: ৬টি উপাদান
-
United Nations (UN): ৮টি উপাদান
-
African Development Bank (AFDB): ৫টি উপাদান
-
International Development Agency (IDA): ৪টি উপাদান
-
কৌটিল্য (প্রাচীন অর্থশাস্ত্রবিদ): ৪টি উপাদান
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যম কোন প্রতিষ্ঠানের জন্ম হয়?
Created: 5 days ago
A
চারুকলা ইন্সটিটিউট
B
বাংলা একাডেমী
C
আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট
D
বাংলাদেশ শিশু একাডেমি
বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত দেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে।
-
বাংলা একাডেমীর জন্ম হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায়।
-
১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলনে শহীদুল্লাহ্ মূল সভাপতির অভিভাষণে একটি একাডেমি গড়ার কথা উল্লেখ করেন।
-
১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবার বাংলা একাডেমী প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, কিন্তু তা ব্যর্থ হয়।
-
দ্বিতীয়বার যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
-
এর মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাস্তব রূপ পায়।
উৎস:

0
Updated: 5 days ago