ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
A
১.২০%
B
১.১৫%
C
১.১২%
D
১.১০%
উত্তরের বিবরণ
বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত। এই গণনায় দেশের মোট জনসংখ্যা, জনঘনত্ব, সাক্ষরতার হারসহ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
প্রধান তথ্যগুলো হলো:
-
মোট জনসংখ্যা দাঁড়ায় ১৬,৯৮,২৮,৯১১ জন।
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.১২%।
-
সাক্ষরতার হার ছিল ৭৪.৮০%।
-
তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় CPI পদ্ধতি, আর গণনার ক্ষেত্রে প্রয়োগ করা হয় Modified De-fecto পদ্ধতি।
-
জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ঢাকা বিভাগে ঘনত্ব সবচেয়ে বেশি এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম।
-
জেলার হিসেবে সবচেয়ে কম জনঘনত্বের অধিকারী হলো রাঙ্গামাটি জেলা।
0
Updated: 1 month ago
রাখাইন জনগোষ্ঠী কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
মারমা
B
মগ
C
মাইজু
D
পাঙ্গাল
রাখাইন জাতিসত্তা বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী, যারা মূলত মায়ানমারের রাখাইন রাজ্য থেকে আগমন করেছে। এদের ঐতিহ্য, ভাষা ও কৃষিকাজের নিজস্ব প্রথা রয়েছে, যা পার্বত্য ও সমুদ্র তীরবর্তী অঞ্চলের জীবনযাত্রার সঙ্গে জড়িত।
-
অবস্থান: বাংলাদেশ ও মায়ানমার।
-
অন্যান্য নাম: মগ।
-
অভিবাসন: আঠারো শতকের শেষের দিকে আরাকান (বর্তমান রাখাইন রাজ্য, মায়ানমার) থেকে বাংলাদেশে আগমন।
-
বাংলাদেশে প্রধান বসতি: কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা।
-
ভাষা: রাখাইন ভাষা বা ম্রো ভাষা, যা মিয়ানমারের বর্মী ভাষা পরিবারের অন্তর্গত।
-
পেশা: প্রধানত কৃষিকাজ, জুমচাষ বা পাহাড়ি চাষাবাদ পদ্ধতি ব্যবহার।
-
ধর্ম: মূলত বৌদ্ধ, তবে কিছু হিন্দু ও মুসলিম রাখাইনও আছে।
অন্যদিকে উল্লেখযোগ্য:
-
পাঙ্গাল মুসলিম জাতিসত্তা।
-
মারমা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নৃগোষ্ঠী।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধে ’যৌথ কমান্ড' গঠন হয়েছিল কবে?
Created: 1 month ago
A
২১ নভেম্বর, ১৯৭১ সালে
B
২৬মার্চ, ১৯৭১ সালে
C
২৩ অক্টোবর, ১৯৭১ সালে
D
১৬ ডিসেম্বর, ২০২৫ সালে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ড পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে ‘যৌথ কমান্ড’ গঠন করা হয়।
-
সময়: ১৯৭১ সালের ২১ নভেম্বর।
-
নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
-
৩ ডিসেম্বর, পাকিস্তান ভারতে আক্রমণ করলে ভারত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
-
৬ থেকে ১৬ ডিসেম্বর, ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।
-
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, এই যৌথ কমান্ডের নিকট পাক-বাহিনী আত্মসমর্পণ করে।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
দ্বিতীয় ভাগ
B
তৃতীয় ভাগ
C
চতুর্থ ভাগ
D
পঞ্চম ভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে, যা সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত।
প্রধান তথ্যগুলো হলো:
-
সংবিধানের মৌলিক অধিকার: ৩য় ভাগে বিস্তারিতভাবে উল্লেখিত।
-
সংবিধানের ভাগ বা অধ্যায়গুলো:
১. প্রথম ভাগ: প্রজাতন্ত্র
২. দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩. তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
৪. চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
৫. পঞ্চম ভাগ: আইনসভা
৬. ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
৭. সপ্তম ভাগ: নির্বাচন
৮. অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
১০. দশম ভাগ: সংবিধান-সংশোধন
১১. একাদশ ভাগ: বিবিধ
0
Updated: 1 month ago