সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব?
A
৫১নং অনুচ্ছেদ
B
৫৩নং অনুচ্ছেদ
C
৫২নং অনুচ্ছেদ
D
৫৪নং অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৫২(১)-এ উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি সংবিধান লঙ্ঘন করেন বা গুরুতর অসদাচরণে লিপ্ত হন, তবে সংসদ তাকে অভিশংসন করতে পারে। এ জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
প্রধান বিষয়গুলো হলো:
-
অভিশংসনের অভিযোগ আনার জন্য সংসদের মোট সদস্যসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরসহ প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট জমা দিতে হবে।
-
নোটিশ জমা দেওয়ার ১৪ দিনের আগে বা ৩০ দিনের পরে প্রস্তাবটি আলোচনার জন্য উত্থাপন করা যাবে না।
-
যদি সংসদ অধিবেশনরত না থাকে, তবে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন।
রাষ্ট্রপতি সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো হলো:
-
অনুচ্ছেদ ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
-
অনুচ্ছেদ ৫৩: অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫৪: রাষ্ট্রপতির অনুপস্থিতি বা সাময়িক অক্ষমতার ক্ষেত্রে স্পিকারের দায়িত্বগ্রহণ
0
Updated: 1 month ago
কত সালে দেশের প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে?
Created: 1 month ago
A
১৯৭৪ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৮২ সালে
D
১৯৮৬ সালে
বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পর বিবিএস-এর সেন্সাস উইং দশকভিত্তিক তিনটি শুমারি পরিচালনার দায়িত্বে থাকে: জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি, এবং অর্থনৈতিক শুমারি। দেশটিতে প্রথম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে, প্রথম কৃষি শুমারি ১৯৭৭ সালে, এবং প্রথম অর্থনৈতিক শুমারি পরিচালিত হয় ১৯৮৬ সালে।
প্রথম অর্থনৈতিক শুমারির শিরোনাম ছিল ‘Census on Non-Farm Economic Activities and Disabled Persons’। এটি ১৯৮৬ সালের ২৭-২৯ ডিসেম্বর দেশে ব্যাপকভাবে পরিচালিত হয়। শুমারির আওতায় ছিল সকল প্রতিষ্ঠান এবং খানা যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত, তবে কৃষি খানা এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এরপরের অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়:
-
২য় শুমারি: ২০০১ (শহর) এবং ২০০৩ (পল্লী)
-
৩য় শুমারি: ২০১৩
-
৪র্থ শুমারি: ২০২৪
অর্থনৈতিক শুমারি হলো নির্দিষ্ট সময়ে সুনির্ধারিত অর্থনৈতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট সমগ্রকের সকল অর্থনৈতিক ইউনিটের পূর্ণাঙ্গ গণনা পদ্ধতি। এর মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিতে সময়ের বিবর্তনের সাথে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, তার সম্যক ধারণা লাভ করা। অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হয়। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই শুমারি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে।
0
Updated: 1 month ago
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সূচনা হয় কোন দাবিতে?
Created: 1 month ago
A
দ্রব্যমূল্য হ্রাস
B
তত্ত্বাবধায়ক সরকার
C
সরকারি চাকরিতে কোটা সংস্কার
D
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল
২০২৪ সালে বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহারের বিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের সূচনা হয়।
-
আন্দোলনের শুরু হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২৪ সালের জুনের রায়ের পর, যখন পুরনো ৫৬% কোটা পুনর্বহাল করা হয়।
-
শিক্ষার্থীদের মধ্যে এই সিদ্ধান্তে প্রবল ক্ষোভ সৃষ্টি হয় এবং তা শান্তিপূর্ণ আন্দোলনে রূপ নেয়।
-
সরকার আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার ব্যবহার করলে জনরোষ আরও তীব্র হয়।
-
আন্দোলনকারীরা “জুলাই বিপ্লব” নামে গণজাগরণ শুরু করে, যা পরবর্তীতে “মার্চ টু ঢাকা” কর্মসূচিতে রূপান্তরিত হয়।
-
৫ আগস্ট ২০২৪ এই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় এবং শেখ হাসিনার সরকার পদত্যাগ করে।
-
এই অভ্যুত্থানের ফলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার প্রধান হন ড. মুহাম্মদ ইউনূস।
সূত্র:
0
Updated: 1 month ago
বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী কে? [ আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
সাফিনা হোসেন
B
শিরিন আক্তার
C
রুমি খান
D
তানজিনা রহমান
৪৮তম জাতীয় অ্যাথলেটিকস ২০২৫-এর ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে উভয় লিঙ্গেই নৌবাহিনী দলের ক্রীড়াবিদরা নেতৃত্ব দিয়েছেন।
নারী ১০০ মিটার স্প্রিন্ট:
-
দ্রুততম মানবী: শিরিন আক্তার (বাংলাদেশ নৌবাহিনী)
-
সময়: ১২.০১ সেকেন্ড
-
দ্বিতীয় স্থান: সুমাইয়া দেওয়ান, সময় ১২.১৫ সেকেন্ড
পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট:
-
দ্রুততম মানব: মোহাম্মদ ইসমাইল (বাংলাদেশ নৌবাহিনী)
-
সময়: ১০.৬১ সেকেন্ড
উল্লেখযোগ্য: গত চারবারের দ্রুততম মানব ইমরানুর রহমান এইবার অংশগ্রহণ করেননি।
0
Updated: 1 month ago