বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে -
A
লিখিত ও সুপরিবর্তনীয়
B
অলিখিত ও সুপরিবর্তনীয়
C
লিখিত ও দুষ্পরিবর্তনীয়
D
অলিখিত ও দুষ্পরিবর্তনীয়
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান একটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় দলিল, যা দেশের রাষ্ট্রব্যবস্থা, নাগরিক অধিকার ও সরকারি কাঠামো নির্ধারণ করে। এর মূল কাঠামো পরিবর্তন করা কঠিন এবং সময়সাপেক্ষ।
প্রধান তথ্যগুলো হলো:
-
সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, যা কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
-
সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধানের ভাগ বা অধ্যায়ের সংখ্যা: ১১টি।
-
সংবিধানের মূলনীতি সংখ্যা: ৪টি।
-
সংবিধান দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ এর পরিবর্তন সহজ নয়।
-
সংবিধান দেশের রাষ্ট্রীয় কাঠামো ও নাগরিক অধিকার সংরক্ষণ করে।
উল্লেখযোগ্য: বাংলাদেশের সংবিধানের প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয়।

0
Updated: 15 hours ago
"অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন" – এই বিখ্যাত উক্তিটি কার?
Created: 1 week ago
A
হ্যারল্ড লাস্কি
B
জি. ডি. এইচ. কোল
C
টি. এইচ. গ্রীন
D
কার্ল মার্ক্স
-
সমাজতন্ত্রী চিন্তাবিদ জি. ডি. এইচ. কোল বলেছেন, "অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন"। তার মতে, চরম অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান থাকলে ভোটাধিকারসহ অন্যান্য রাজনৈতিক অধিকার অর্থহীন হয়ে পড়ে, কারণ দরিদ্র মানুষ তাদের অধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারে না।
অর্থনৈতিক সাম্য:
-
অর্থনৈতিক সাম্যের অর্থ হলো না যে সব সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
-
এর অর্থ হলো—জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ দেওয়া।
-
যোগ্যতা অনুযায়ী কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগই অর্থনৈতিক সাম্য।
-
বেকারত্ব থেকে মুক্তি এবং বৈধ পেশা গ্রহণের সুযোগও অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত।
-
এ কারণেই কোল বলেছেন, "অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন"।
সূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago
কতজন নারীকে 'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়?
Created: 1 week ago
A
২২ জন
B
৭৬ জন
C
৮৮ জন
D
১০০ জন
জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫
-
সম্মাননা প্রদান: জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী ও শহীদ পরিবারের সদস্যদের হাতে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" তুলে দেওয়া হয়।
-
তারিখ ও স্থান: ৮ আগস্ট ২০২৫, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন।
-
আয়োজক: জুলাই কন্যা ফাউন্ডেশন।
-
সভাপতি: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী।
-
অনুষ্ঠানের বৈশিষ্ট্য:
-
নির্বাচিত ১০০ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
-
তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।
-
উৎস: প্রথম আলো

0
Updated: 1 week ago
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কী?
Created: 1 week ago
A
UNCLOS
B
UNCTAD
C
UNCAC
D
CEDAW
দুর্নীতিবিরোধী কনভেনশন:
-
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের সংক্ষিপ্ত নাম হলো UNCAC।
-
এর পূর্ণরূপ United Nations Convention against Corruption।
-
এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এবং ২০০৫ সালের ১৪ ডিসেম্বর কার্যকর হয়।
-
ইউএনসিএসি (UNCAC)-এর মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের দুর্নীতি হ্রাস করা, যা জাতীয় সীমান্ত অতিক্রম করেও সংঘটিত হতে পারে।
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

0
Updated: 1 week ago