জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত?
A
৫২টি
B
৫০টি
C
৪৮টি
D
৪৫টি
উত্তরের বিবরণ
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তথ্য দেশে তাদের সংখ্যাগত অবস্থান ও বিস্তারের একটি পরিষ্কার চিত্র প্রদান করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা: ৫০টি।
-
বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (জনসংখ্যা অনুযায়ী): চাকমা।
-
দ্বিতীয় বৃহত্তম: মারমা (২,২৪,২৯৯ জন)
-
তৃতীয় বৃহত্তম: ত্রিপুরা (১,৫৬,৬২০ জন)
-
সবচেয়ে ছোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: ভিল (৯৫ জন)
-
জেলা পর্যায়ে সর্বোচ্চ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা: রাঙ্গামাটি (৩,৭২,৮৭৫ জন)
-
জেলা পর্যায়ে সর্বনিম্ন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা: লালমনিরহাট (১১৮ জন)

0
Updated: 15 hours ago
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়?
Created: 12 hours ago
A
১৫ দিন
B
২০ দিন
C
৪৫ দিন
D
৩০ দিন
বাংলাদেশে সংসদ আহ্বানের সময়সীমা (অনুচ্ছেদ ৭২ অনুযায়ী):
-
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ত্রিশ (৩০) দিনের মধ্যে রাষ্ট্রপতির কর্তব্য হলো নতুন সংসদ আহ্বান করা।
-
অর্থাৎ, নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর এক মাসের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু করতে হবে।
-
সংসদ সাধারণত ৫ বছরের মেয়াদের হয়; তবে যুদ্ধের সময় এটি এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
-
নির্বাচনের পর ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান না করলে সংবিধান লঙ্ঘিত হয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে।
উল্লেখযোগ্য:
-
এটি একটি বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব, যা নির্বাচনের বৈধতা ও সংসদীয় শাসন নিশ্চিত করে।

0
Updated: 12 hours ago
মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন -
Created: 3 weeks ago
A
মেজর রফিকুল ইসলাম
B
মেজর মীর শওকত আলী
C
মেজর খালেদ মোশাররফ
D
মেজর নাজমুল হক
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
মুক্তিযুদ্ধের সেক্টর ও কমান্ডারগণ
-
১ নং সেক্টর: প্রথমে মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলাম।
-
২ নং সেক্টর: প্রথমে মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এ.টি.এম হায়দার।
-
৩ নং সেক্টর: প্রথমে মেজর কে.এম শফিউল্লাহ, পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
-
৪ নং সেক্টর: প্রথমে মেজর চিত্তরঞ্জন দত্ত, পরে ক্যাপ্টেন এ রব।
-
৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
-
৬ নং সেক্টর: উইং কমান্ডার এম. খাদেমুল বাশার।
-
৭ নং সেক্টর: মেজর নাজমুল হক; পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
-
৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী; পরে মেজর এম.এ মঞ্জুর।
-
৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল; পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
-
১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত; নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
-
১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের; গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ দায়িত্ব পান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
মধ্যপ্রাচ্যের কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
Created: 3 days ago
A
ইরাক
B
ইরান
C
জর্ডান
D
লেবানন
বাংলাদেশকে আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় ইরাক।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশসমূহ:
-
ইরাক: প্রথম আরব দেশ হিসেবে ৮ জুলাই ১৯৭২ সালে স্বীকৃতি প্রদান।
-
লেবানন: ২৮ মার্চ ১৯৭৩ সালে স্বীকৃতি প্রদান।
-
ইরান: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে স্বীকৃতি প্রদান।
-
সৌদি আরব: ১৬ আগস্ট ১৯৭৫ সালে স্বীকৃতি প্রদান।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী অন্যান্য উল্লেখযোগ্য রাষ্ট্র:
-
সেনেগাল: প্রথম মুসলিম আফ্রিকান দেশ।
-
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া: প্রথম এশিয়ার মুসলিম দেশসমূহ।
-
গ্রেট ব্রিটেন: প্রথম পশ্চিমা দেশ, ৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৪ এপ্রিল ১৯৭২।
-
ভেনিজুয়েলা: দক্ষিণ আমেরিকায় প্রথম, ২ মে ১৯৭২।
-
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
ব্রাজিল: ১৫ মে ১৯৭২।
-
আর্জেন্টিনা: ২৫ মে ১৯৭২।
সূত্র:

0
Updated: 3 days ago