Caliban is an important character from Shakespeare's—
A
The Tempest
B
Hamlet
C
Macbeth
D
Othello
উত্তরের বিবরণ
The Tempest উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম আকর্ষণীয় নাটক। এতে নানা জটিল চরিত্র ও কাহিনি বিন্যাস পাওয়া যায়। প্রধান চরিত্রগুলো হলো:
-
Prospero
-
Ferdinand
-
Miranda
-
Ariel
-
Caliban
-
Alonso
-
Antonio
-
Sebastian
শেকসপিয়ারের অন্যান্য বিখ্যাত নাটকগুলোতেও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। যেমন:
-
Hamlet থেকে: Hamlet, Horatio, Ophelia, Claudius ইত্যাদি
-
Macbeth থেকে: Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches
-
Othello থেকে: Othello, Desdemona, Brabantio, Iago, Cassio, Emilia ইত্যাদি
0
Updated: 1 month ago
Which is known as Shakespeare's swan-song?
Created: 1 month ago
A
Hamlet
B
Othello
C
The Tempest
D
A Comedy of Error
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত পাঁচ অঙ্কের নাটক। এটি প্রায় ১৬১১ সালে রচিত ও মঞ্চস্থ হয় এবং ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত হয়। নাটকটিকে শেক্সপিয়রের “swan song” বা শেষ একক রচনা হিসেবে ধরা হয়। অনেক পণ্ডিত মনে করেন, শেক্সপিয়র এটি থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। নাটকের মূল থিমগুলোর মধ্যে রয়েছে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচার।
মূল চরিত্রসমূহ:
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – সদাচারী)
-
Caliban (Supernatural creature – খারাপ চরিত্র)
-
Antonio (Duke-এর ভাই ও খলনায়ক)
-
Ferdinand (Hero)
-
Gonzalo ইত্যাদি
সার-সংক্ষেপ:
-
ডিউক প্রোস্পেরো ও তার কন্যা মিরান্ডা, প্রোস্পেরোর ছোট ভাই অ্যান্টোনিওর ষড়যন্ত্রের ফলে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হন।
-
প্রোস্পেরোকে অতিপ্রাকৃত শক্তিধর হিসেবে দেখানো হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুটি অতিপ্রাকৃত সত্তা – Ariel ও Caliban।
-
নাটকের শুরুতেই প্রোস্পেরো তার জাদু ও জাদুমন্ত্র ব্যবহার করে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় (Tempest) তোলে, যার ফলে অ্যান্টোনিও এবং অন্যান্য চরিত্ররা জাহাজ দুর্ঘটনায় পড়ে এবং দ্বীপে পৌঁছায়।
কিছু বিখ্যাত উক্তি:
-
"Hell is empty and all the devils are here."
-
"We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep."
-
"This thing of darkness, I acknowledge mine."
-
"O, brave new world, that has such people in it!"
-
"Awake, dear heart, awake. Thou hast slept well. Awake."
-
"Misery acquaints a man with strange bedfellows."
William Shakespeare (1564–1616)
-
English কবি, নাট্যকার ও অভিনেতা।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি নাটক লিখেছেন।
-
এছাড়া Long narrative poem ও রচনা করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago
Who said, "Cowards die many times before their deaths"?
Created: 2 months ago
A
William Langland
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
Sir Thomas Malory
"Cowards die many times before their deaths" is said by - William Shakespeare.
• "Cowards die many times before their deaths" এই উক্তিটি নেয়া হয়েছে William Shakespeare -এর tragedy - 'Julius Ceasar' থেকে।
- পুরো উক্তিটি হচ্ছে - "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- নাটকের Protagonist - Julius Ceasar -এর করা এই উক্তিটি একটি metaphor -এর উদাহরণ।
• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।
• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).
• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.
• William Shakespeare (1564-1616)
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
Source: Britannica.
2
Updated: 2 months ago
What happens to Hamlet at the end of the play?
Created: 2 months ago
A
He becomes king
B
He escapes to England
C
He is killed by Laertes’s poisoned sword
D
He kills Claudius and survives
শেষ লড়াইয়ে লায়ার্টিস বিষমাখানো তরোয়াল দিয়ে হ্যামলেটকে আঘাত করে। মৃত্যুর আগে হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধ নেয়। এই সমাপ্তি প্রতিশোধ ও মৃত্যুর অনিবার্য পরিণতি বোঝায়। নাটক শেষে সব প্রধান চরিত্র প্রায় ধ্বংস হয়ে যায়।
0
Updated: 2 months ago