What kind of noun is 'river'?
A
Material
B
Collective
C
Proper
D
Common
উত্তরের বিবরণ
নির্দিষ্ট কোনো কিছুর নির্দিষ্ট নাম, যা অন্য কিছুর নাম নয় = Proper Noun
যা দেখা যায়, গণনা করা যায় = Common Noun. যেহেতু River দেখাও যায়, গণনাও করা যায়, তাই এটা Common Noun.
যা দেখা যায়, গণনা করা যায় না = Material Noun.
যা দেখা যায় না, গণনা করা যায় না = Abstract Noun

0
Updated: 22 hours ago
Which of the following words can be used as a verb?
Created: 4 weeks ago
A
Mister
B
Master
C
Mistress
D
Mastery
Word: Master
কিছু ইংরেজি শব্দ noun এবং verb উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে “Master” হলো এমন একটি শব্দ।
Noun হিসেবে Master
-
English Meaning: A man who has people working for him, especially servants or slaves.
-
Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু।
-
Example Sentence: He acceded to his master's wishes.
-
উদ্দেশ্য: এখানে Master হলো একজন ব্যক্তি যিনি অন্যদের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রাখেন।
Verb হিসেবে Master
-
English Meaning: Gain control of; overcome.
-
Bangla Meaning: আয়ত্ত করা, কোনোকিছুর প্রভু বা মালিক হওয়া; নিয়ন্ত্রণে আনা।
-
Example Sentence: I managed to master my fears.
-
উদ্দেশ্য: এখানে Master হলো কোনো দক্ষতা বা বিষয়কে পুরোপুরি আয়ত্ত করার ক্রিয়া।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ
-
Mistress (noun): গৃহকর্ত্রী বা কোনো নারীর নিয়ন্ত্রণকারী।
-
Mister (noun): জনাব; কোনো পুরুষের সম্মানসূচক খেতাব।
-
Mastery (noun): সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা দক্ষতা; ওস্তাদি।
Sources: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary, Collins Dictionary, Cambridge Dictionary.

0
Updated: 4 weeks ago
G. B. Shaw is a/an -
Created: 1 day ago
A
American author
B
Irish author
C
British author
D
Scottish author
G. B. Shaw
-
পুরো নাম: George Bernard Shaw
-
তিনি Modern Period এর নাট্যকার।
-
একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
১৯২৫ সালে তিনি Nobel Prize পান।
G. B. Shaw-এর বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:

0
Updated: 1 day ago
“Take a fancy to” means -
Created: 3 weeks ago
A
To feel encouraged
B
To become fond of, often suddenly or unexpectedly
C
Very likely
D
Everything considered
The correct answer is -To become fond of, often suddenly or unexpectedly.
• Take a fancy to
- English Meaning: to become fond of, often suddenly or unexpectedly.
- Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা।
- Ex. Sentence: They bought that house because they took a fancy to it.
- Bangla Meaning: এই বাড়িটা তারা কিনেছে কারণ এটা তাদের পছন্দ হয়েছে।

0
Updated: 3 weeks ago