Caliban is an important character from Shakespeare's—
A
The Tempest
B
Hamlet
C
Macbeth
D
Othello
উত্তরের বিবরণ
The Tempest উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম আকর্ষণীয় নাটক। এতে নানা জটিল চরিত্র ও কাহিনি বিন্যাস পাওয়া যায়। প্রধান চরিত্রগুলো হলো:
-
Prospero
-
Ferdinand
-
Miranda
-
Ariel
-
Caliban
-
Alonso
-
Antonio
-
Sebastian
শেকসপিয়ারের অন্যান্য বিখ্যাত নাটকগুলোতেও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। যেমন:
-
Hamlet থেকে: Hamlet, Horatio, Ophelia, Claudius ইত্যাদি
-
Macbeth থেকে: Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches
-
Othello থেকে: Othello, Desdemona, Brabantio, Iago, Cassio, Emilia ইত্যাদি

0
Updated: 22 hours ago
What happens to Hamlet at the end of the play?
Created: 1 month ago
A
He becomes king
B
He escapes to England
C
He is killed by Laertes’s poisoned sword
D
He kills Claudius and survives
শেষ লড়াইয়ে লায়ার্টিস বিষমাখানো তরোয়াল দিয়ে হ্যামলেটকে আঘাত করে। মৃত্যুর আগে হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধ নেয়। এই সমাপ্তি প্রতিশোধ ও মৃত্যুর অনিবার্য পরিণতি বোঝায়। নাটক শেষে সব প্রধান চরিত্র প্রায় ধ্বংস হয়ে যায়।

0
Updated: 1 month ago
How does Macbeth react to Lady Macbeth’s death?
Created: 1 month ago
A
He becomes furious
B
He ignores it completely
C
He blames himself
D
He is shocked but accepts it
Lady Macbeth-এর মৃত্যুর খবর শুনে Macbeth বলে—“She should have died hereafter”—যা বোঝায় সে শোক পেলেও যুদ্ধ ও ভাগ্যের মুখোমুখি হওয়ায় মানসিকভাবে নিরাসক্ত হয়ে গেছে। এটি তার হতাশা ও জীবনের অসারতার উপলব্ধি প্রকাশ করে।

0
Updated: 1 month ago
Why does Lady Macbeth call upon the spirits to “unsex” her?
Created: 1 month ago
A
To replace compassion with cruelty
B
To remove kindness and pity
C
To be strong enough for murder
D
To suppress her feminine nature
Lady Macbeth আত্মাকে আহ্বান করে যেন তার ভেতরের কোমলতা মুছে গিয়ে নির্মমতা আসে। যদিও সব অপশন একই রকম মনে হয়, সঠিক উত্তরে মূল বিষয় “দয়া ও করুণা” মুছে ফেলা, যা তাকে হত্যার জন্য মানসিকভাবে প্রস্তুত করে।

0
Updated: 1 month ago