Identify the correct passive form: ‘Do not close the door.’
A
Let not the door close.
B
Let not the door be closed.
C
Let not the door close.
D
Let not door closed.
উত্তরের বিবরণ
Imperative Sentence কে Passive Voice রূপান্তর করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এসব নিয়ম মেনে চললে বাক্যটি সঠিকভাবে Passive Voice এ রূপান্তরিত হয়।
-
বাক্যের শুরুতে Let বসে।
-
যদি Active Voice এ Do not থাকে, তাহলে Passive Voice এ শুধু not বসে।
-
Active Voice এর Object, Passive Voice এ গিয়ে Subject এর স্থানে বসে।
-
ক্রিয়ার আগে be যোগ হয়।
-
মূল Verb এর Past Participle ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago
We have already done the exercise. [passive]
Created: 1 month ago
A
Already the exercise have been done by us.
B
The exercise has already been done by us.
C
The exercise had been already done by us.
D
The exercise is already done by us.
নিয়ম (Present Perfect Active → Passive):
-
Active sentence-এর object হয়ে যায় Passive sentence-এর subject।
-
have/has been ব্যবহার করা হয়।
-
মূল verb-এর past participle form লাগে।
-
শেষে by + Active subject-এর object form বসানো হয়।
Structure:
Object + has/have been + past participle + by + Subject
উদাহরণ:
-
Active: We have already done the exercise.
-
Passive: The exercise has already been done by us.
অপশন বিশ্লেষণ:
-
ক) Already the exercise have been done by us.
-
Singular subject → has been ব্যবহার হবে।
-
Adverb already ঠিক স্থানে নেই।
-
-
গ) The exercise had been already done by us.
-
Had been → Past Perfect Passive, কিন্তু মূল বাক্য Present Perfect।
-
-
ঘ) The exercise is already done by us.
-
Simple Present Passive, মূল বাক্য Present Perfect নয়।
-
সঠিক উত্তর: খ) The exercise has already been done by us
0
Updated: 1 month ago
A Farewell to Arms is a/an -
Created: 1 month ago
A
epic
B
novel
C
play
D
short story
A Farewell to Arms
-
Author: Ernest Hemingway
-
এটি তাঁর তৃতীয় novel।
-
প্রকাশিত: 1929
-
উপন্যাসে আত্মজৈবনিক অনেক উপাদান দেখা যায়। এখানে arms শব্দটি একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
-
পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধ (World War I)
Summary:
-
কেন্দ্রীয় চরিত্র: Americn Lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
যুদ্ধের ঘটনায় তাদের পরিচয় হয় ইটালিতে।
-
Catherine সদ্য বিধবা ছিলেন, এবং তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলে Catherine তার সেবা করে।
-
তারা একে অপরের আরো কাছাকাছি আসে এবং Catherine গর্ভবতী হয়।
-
Fredericকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধের পর ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে।
-
Frederic তাকে খুঁজে বের করে এবং তারা পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
-
Catherine বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায়।
উৎস:
Answer: novel
0
Updated: 1 month ago
''Such claim needs to be tested empirically'' suggest that-
Created: 2 months ago
A
The test should be based on assumption.
B
The test should be based on idea.
C
The test should be based on experience.
D
The test should be based on calculation.
Empirically
-
English meaning: Based on experience or observation rather than theory.
-
Bangla meaning: অভিজ্ঞতার ওপর ভিত্তি করে।
ব্যাখ্যা:
“Empirically” বলতে বোঝায় যে কোনো বিষয় পরীক্ষা বা যাচাই করা হবে বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, বা পরীক্ষার মাধ্যমে, শুধুমাত্র ধারণা বা অনুমান থেকে নয়। উদাহরণস্বরূপ, “Such claim needs to be tested empirically” অর্থ: এই দাবিটিকে বাস্তব পরীক্ষার মাধ্যমে যাচাই করা উচিত।
সঠিক উত্তর:
✅ The test should be based on experience.
অন্য বিকল্পগুলোর ব্যাখ্যা:
-
ক) The test should be based on assumption:
“Assumption” মানে অনুমান বা পূর্বধারণা। Empirical পরীক্ষা অনুমান বা মতামতের ওপর নির্ভর করে না, বরং বাস্তব প্রমাণের ওপর নির্ভর করে। -
খ) The test should be based on idea:
ধারণা বা আইডিয়ার ভিত্তিতে পরীক্ষা করা চিন্তাশীল বা তাত্ত্বিক হতে পারে, কিন্তু empirical পরীক্ষার ক্ষেত্রে এটি যথাযথ নয়। -
ঘ) The test should be based on calculation:
হিসাব বা গণনা করা আলাদা বিষয়; empirical পরীক্ষার মূল হলো পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা।
উৎস: Oxford English Dictionary: empirical – based on observation or experience rather than theory.
0
Updated: 2 months ago