'All for Love' is a drama written by—
A
John Dryden
B
William Congreve
C
John Bunyan
D
Francis Bacon
উত্তরের বিবরণ
John Dryden ইংরেজি সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক ও সমালোচক। তাকে Father of Modern English Criticism বলা হয়,
কারণ তিনি ইংরেজি সমালোচনার ভিত্তি গড়ে তুলেছিলেন এবং আধুনিক সাহিত্য সমালোচনার ধারা প্রতিষ্ঠা করেছিলেন।তিনি নাটক, কবিতা ও সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় সমানভাবে অবদান রাখেন।
তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো:
-
All for Love
-
The Indian Emperor
-
Aureng-Zebe
-
The Mistaken Husband
-
Absalom and Achitophel
-
MacFlecknoe
-
The Essay of Dramatic Poesy
-
The Conquest of Granada
-
The Medal of John Bays

0
Updated: 22 hours ago
"Aureng-Zebe" is a play written by-
Created: 3 weeks ago
A
R. K. Narayan
B
Matthew Arnold
C
John Dryden
D
E. M. Forster
Aureng-Zebe
Playwright: John Dryden
-
Aureng-Zebe হলো John Dryden রচিত একটি heroic tragedy।
-
নাটকটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার পিতা শাহজাহান (নাটকে “Emperor”) এবং তার ভাই মুরাদ বখশ (নাটকে “Morat”) এর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে রচিত।
-
মূল বিষয়সমূহ: রাজতান্ত্রিক ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক বিশ্বাসঘাতকতা, নৈতিকতা বনাম ভালোবাসা ও কর্তব্য।
Famous Quotation
-
“When I consider life, 'tis all a cheat.”
-
অর্থ: “জীবনের কথা ভাবলে মনে হয়, সবই প্রতারণা।”
-
John Dryden (1631–1700)
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং literary critic।
-
Dryden-কে বলা হয় Father of Modern English Criticism।
-
তিনি 1668–1689 পর্যন্ত Poet Laureate হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Notable Works
-
All for Love (tragedy)
-
The Indian Emperour (play)
-
The Indian Queen (play)
-
Aureng-Zebe (play)
-
The Medall (satire)
-
Absalom and Achitophel (poetry)
-
Essay of Dramatic Poesy
-
Mac Flecknoe (poem)
Source: Britannica

0
Updated: 3 weeks ago