"All changed, changed utterly: A terrible beauty is born.” This extract is taken from W. B. Yeats' poem titled—
A
No Second Troy
B
Easter 1916
C
The Second Coming
D
The Wild Swans at Coole
উত্তরের বিবরণ
W. B. Yeats-এর লেখা “Easter, 1916” একটি বিখ্যাত রাজনৈতিক কবিতা যেখানে তিনি আয়ারল্যান্ডের বিদ্রোহ ও জাতীয়তাবাদী আন্দোলনের চিত্র তুলে ধরেছেন। এখানে উল্লেখিত অংশে তিনি বোঝাতে চেয়েছেন যে পূর্বের সামাজিক জীবন, আড্ডা এবং ক্লাবকেন্দ্রিক আনন্দ–সবকিছু এক ভয়ংকর পরিবর্তনের মধ্য দিয়ে নতুন এক বাস্তবতায় রূপ নিয়েছে।
সেই বাস্তবতা একই সঙ্গে ভয়ঙ্কর আবার মহিমান্বিত। এ কারণেই তিনি লিখেছেন—“All changed, changed utterly: A terrible beauty is born.”
তথ্যসমূহ
-
William Butler Yeats ছিলেন একজন আইরিশ নাট্যকার, কবি ও সমালোচক।
-
তিনি 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি-র ভূমিকাটি লেখেন।
-
1923 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাঁর বিখ্যাত কবিতাগুলো হলো:
-
The Second Coming
-
The Cat and the Moon
-
The Lake Isle of Innisfree
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Resurrection
-
Among School Children
-
The Lord of Harts
-
Falling of Leaves
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
0
Updated: 1 month ago
In W. B. Yeats’s poem “The Lake Isle of Innisfree”, Innisfree is an island associated with which Irish county?
Created: 1 month ago
A
Cork
B
Sligo
C
Dublin
D
Galway
Innisfree হলো আয়ারল্যান্ডের Sligo কাউন্টিতে অবস্থিত। Yeats শৈশবে এখানে বেড়ে উঠেছিলেন। Sligo-এর প্রকৃতি তার কাব্যের মূল অনুপ্রেরণা। তাই Innisfree শুধুই একটি দ্বীপ নয়, বরং তার শৈশব স্মৃতির অংশ এবং শান্তির প্রতীক।
0
Updated: 1 month ago
What is the significance of the repetition of the line “A terrible beauty is born” in W. B. Yeats’s poem “Easter 1916”?
Created: 1 month ago
A
It emphasizes the futility of the rebellion
B
It highlights the tension between destruction and creation
C
It points to the political power of the rebellion
D
It symbolizes the suffering of the Irish people
Yeats এই রিপিটেশন দ্বারা ধ্বংস এবং সৃষ্টির মধ্যে সংঘর্ষ তুলে ধরেছেন। বিদ্রোহের পরিণতি, যদিও কিছু অমর এবং সুন্দর সৃষ্টি করেছে, তা ছিল প্রচণ্ড ধ্বংসের মাধ্যমে। Yeats এই দ্বন্দ্বকে বিশেষভাবে চিত্রিত করেছেন।
3
Updated: 1 month ago
What does Yeats say about the “revolt” in "Easter 1916"?
Created: 1 month ago
A
It was necessary for the survival of Ireland
B
It brought about meaningful change
C
It was a misguided effort
D
It ended in complete failure
Yeats কবিতায় বিদ্রোহকে কিছুটা বিভ্রান্তিকর এবং অকার্যকর বলে উল্লেখ করেছেন। যদিও তিনি স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ এবং বীরত্ব কে সম্মান জানান, তিনি মনে করেন যে বিদ্রোহের পরিণতি ইরিশ জনগণের জন্য অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে।
3
Updated: 1 month ago