The word 'equivocation' refers to -
A
stating like an author
B
two contradictory things in the same statement
C
free expression of opinions
D
a true statement
উত্তরের বিবরণ
Equivocation (Noun) শব্দটি এমন একধরনের ভাষা ব্যবহারকে বোঝায় যেখানে অস্পষ্টতা বা দ্ব্যর্থকতা থাকে। এর মাধ্যমে সত্যকে আড়াল করা বা সরাসরি কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া থেকে বিরত থাকা যায়। একইসাথে এতে একে অপরের বিপরীত দুটি ধারণা একই বক্তব্যে প্রকাশ পেতে পারে। বাংলায় একে বলা হয় কথার দুটি অর্থ হয় এমন ভাব বা বাকচাতুরী।
-
Meaning:
-
The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself
-
Prevarication
-
Two contradictory things in the same statement
-
-
বাংলা অর্থ: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী
-
Related expressions:
-
stating like an author = একজন লেখকের মত বর্ণনা করা
-
free expression of opinions = স্বাধীনভাবে মতামত ব্যক্তকরণ
-
a true statement = একটি সত্য বিবৃতি
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence-
Created: 1 month ago
A
Rahim's house is better than Karim.
B
Rahim's house is better than Karim's.
C
Rahim house is best than Karim.
D
Rahim's house is best than the house of Karim.
তুলনামূলক বাক্যে যদি প্রথম noun-এর possessive case ব্যবহার করা হয়, তবে দ্বিতীয় noun-এরও possessive case ব্যবহার করতে হয়। নইলে বাক্যের গঠন ও অর্থ দুটোই অসম্পূর্ণ হয়ে যায়।
-
Incorrect: Rahim's house is better than Karim.
Correct: Rahim's house is better than Karim's. -
Incorrect: The climate of Dhaka is better than Khulna.
Correct: The climate of Dhaka is better than that of Khulna.
অন্য অপশনগুলো বিশ্লেষণ করলে:
-
ক) Rahim's house is better than Karim.
-
এখানে ‘Rahim’s house’ এবং শুধু ‘Karim’ এর মধ্যে তুলনা করা হয়েছে।
-
Karim-এর পর হয় ‘’s’ থাকতে হবে অথবা ‘house’ থাকতে হবে।
-
অর্থ অসম্পূর্ণ হওয়ায় বাক্যটি ভুল।
-
-
গ) Rahim house is best than Karim.
-
এখানে মালিকানা বোঝাতে Rahim house না হয়ে Rahim’s house হবে।
-
আবার best than কখনো ব্যবহৃত হয় না।
-
সঠিক রূপ হবে better than, তাই বাক্যটি ভুল।
-
-
ঘ) Rahim's house is best than the house of Karim.
-
গঠনগতভাবে সঠিক মনে হলেও best than ব্যাকরণগতভাবে ভুল।
-
‘best’ এর সাথে সাধারণত in ব্যবহৃত হয় (যেমন: best in the class), কিন্তু than নয়।
-
এজন্য বাক্যটি ভুল।
-
0
Updated: 1 month ago
Fill in the blank with the appropriate option:
His success is ______ his having worked so hard.
Created: 1 month ago
A
a function off
B
a function to
C
a function of
D
a function for
Complete sentence: His success is a function of his having worked so hard.
• a function of something: [idiom]
English meaning: something that results from something else, or is the way it is because of something else.
Bangla meaning: কোনো কিছুর উপর নির্ভরশীল বা তার ফলে সৃষ্ট।
Example:
- His success is a function of his having worked so hard.
- The low temperatures here are a function of the terrain as much as of the climate.
- Differences in health outcomes are often said to be a function of socioeconomic disparity.
0
Updated: 1 month ago
Identify the determiner in the sentence: 'Bring me that book'
Created: 1 month ago
A
bring
B
me
C
that
D
book
Determiner-এর মূল কাজ হলো Noun অথবা Pronoun-কে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করা। এটি কোনো Noun-কে আংশিক কিংবা পূর্ণভাবে modify করতে পারে, তবে সেটিই এর প্রধান কাজ নয়। উদাহরণস্বরূপ, প্রদত্ত প্রশ্নে That একটি demonstrative determiner, কারণ এটি সরাসরি book নামক Noun-কে নির্দেশ করছে। তাই সঠিক উত্তর হলো That।
Determiner-এর সাধারণ ধরনগুলো হলো:
-
Articles: a, an, the
-
Demonstratives: this, that, these, those
-
Possessives: my, your, his, her ইত্যাদি
-
Quantifiers: some, many, few, one, two, no ইত্যাদি
-
Interrogatives: which, what, whose ইত্যাদি
-
Numbers: two, second, last ইত্যাদি
0
Updated: 1 month ago