উপপর্ব – ভার্টিব্রাটা (Vertebrata):
-
সংজ্ঞা:
কর্ডাটা পর্বের যে সকল প্রাণীর ভ্রূণীয় নটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় তরুণাস্থি বা অস্থি গঠিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তাদেরকে Vertebrata উপপর্বের প্রাণী বলা হয়। -
অন্য নাম: ক্রেনিয়াম (Cranium) অস্থিময় বা তরণাস্থিময়, যার ভিতরে মস্তিষ্ক অবস্থান করে। তাই এই উপপর্বকে Cranita নামেও ডাকা হয়।
-
প্রজাতির সংখ্যা: প্রায় ৬৫,৭৮৯টি।
বৈশিষ্ট্য:
১. নটোকর্ড: অস্থিময় বা তরুণাস্থিময় কশোরুকা (Vertebrae) দ্বারা প্রতিস্থাপিত।
২. স্নায়ুতন্ত্র: পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মস্তিষ্ক ও সুষুম্মাকাণ্ড (spinal cord) গঠন করে।
৩. রক্তসংবহন: রক্তসংবহনতন্ত্র বদ্ধ (closed) ধরনের।
৪. মূত্রনালী: মেসোডার্মাল বৃক্ক (Kidney) প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে।
৫. চলন অঙ্গ: পার্শ্বীয় জোড়া উপাঙ্গ (পাখনা বা পদ) চলন ও গতিশীলতার জন্য ব্যবহৃত হয়।