What is the verb form of the word 'ability’?
A
capable
B
inability
C
enable
D
unable
উত্তরের বিবরণ
Ability (সামর্থ্য) শব্দের ক্রিয়াপদ রূপ হলো enable (সমর্থ করা)। Enable একটি ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় নিম্নরূপ:
-
Meaning:
-
কাউকে কোনো কাজ করার ক্ষমতা বা অনুমতি প্রদান করা; কোনো কিছু সম্ভব করা।
-
কোনো যন্ত্র বা সিস্টেমকে কার্যকর বা সক্রিয় করা।
-
অন্যদিকে, সংশ্লিষ্ট শব্দগুলো হলো:
-
Capable (Adjective) = সমর্থ
-
Inability (Noun) = অক্ষমতা
-
Unable (Adjective) = অক্ষম

0
Updated: 21 hours ago
Before submitting the project, the manager asked her assistant to ______ the final draft for any errors.
Created: 3 weeks ago
A
look up
B
look into
C
look over
D
look after
Phrasal Verb: Look over
-
English Meaning: to quickly examine something
-
Bangla Meaning: পরিদর্শন করা; পরীক্ষা করা
ব্যবহার:
-
কোন বিষয়ে পরীক্ষা বা পরিদর্শন বোঝাতে look over ব্যবহৃত হয়।
Example Sentence:
-
English: Before submitting the project, the manager asked her assistant to look over the final draft for any errors.
-
Bangla: প্রজেক্ট জমা দেওয়ার আগে, ম্যানেজার তার সহকারীকে খসড়া কপিটি কোনো ভুল আছে কি না তা দেখে নিতে বললেন।
অন্যান্য Related Phrasal Verbs
-
Look after → দেখাশুনা করা
-
Look into → গভীর পর্যবেক্ষণ করা
-
Look upon → বিবেচনা করা
-
Look down upon → খারাপ দৃষ্টিভঙ্গি দেখা
-
Look up to → শ্রদ্ধা করা
-
Look out for → আশা করা বা খেয়াল রাখা
-
Look to → সতর্ক করা
-
Look on → বিবেচনা করা
-
Look up → অভিধানে খোঁজা বা তথ্য খোঁজা
-
Look in (on somebody) → অল্পক্ষণের জন্য দেখা করতে আসা

0
Updated: 3 weeks ago
It is time we ____ for the station.
Created: 1 day ago
A
could leave
B
have left
C
are leaving
D
left
Complete Sentence:
-
It is time we left for the station.
It is time / It is high time:
-
যখন It is time বা It is high time ব্যবহার করা হয় এবং এর পর subject বসে, তখন subject-এর পরে verb past form হয়।
-
উদাহরণ: বাক্যটির verb হলো left।
-
-
যদি It is time বা It is high time এর পরে subject না আসে, তখন verb Infinitive form হয়।
-
উদাহরণ: It is high time to change our attitude.
-
উৎস:

0
Updated: 1 day ago
She agreed to help the poor. (passive)
Created: 3 weeks ago
A
She agreed the poor to help.
B
She agreed the poor to be helped.
C
The poor was agreed to be helped by her.
D
She agreed that the poor should be helped.
The correct answer is - ঘ) She agreed that the poor should be helped.
• Agree/ be anxious/arrange/determine/ be determined/ decide/demand + infinitive + object যুক্ত Active voice কে passive করার নিয়ম:
- প্রদত্ত Active voice এর subject ও verb বসে।
- that বসে।
- infinitive এর পরের Object (direct object) বসে।
- should be বসে।
- infinitive এর পরের verb এর past participle বসে।
• Example:
- Active: She agreed to help the poor.
- Passive: She agreed that the poor should be helped.
• More examples:
- Active: She decided to repair the car.
- Passive: She decided that the car should be repaired.
Other options
ক) She agreed the poor to help.
- এই বাক্যটি grammatically ভুল।
- "agree" এর পরে এইভাবে noun + infinitive বসে না। অর্থ অস্পষ্ট।
খ) She agreed the poor to be helped.
- এই structure সাধারণত "want", "allow", "expect" ইত্যাদি verb-এর পরে ব্যবহৃত হয়।
- "agree" verb এর সঙ্গে এভাবে ব্যবহার করা যায় না। Structure-wise ভুল।
গ) The poor was agreed to be helped by her.
"Agree" একটি intransitive verb, agree ক্রিয়া passive voice-এ ব্যক্তিগত ইচ্ছা বোঝাতে ব্যবহৃত হয় না।।
"Was agreed" বলাটা grammar অনুযায়ী ভুল।

0
Updated: 3 weeks ago