সিমলা চুক্তিতে ভারতের পক্ষ থেকে কে স্বাক্ষর করেন?
A
রাজীব গান্ধী
B
ইন্দিরা গান্ধী
C
মনমোহন সিং
D
লাল বাহাদুর শাস্ত্রী
উত্তরের বিবরণ
সিমলা চুক্তি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক শান্তি চুক্তি, যা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পরাজয় ও বাংলাদেশের স্বাধীনতার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে গৃহীত হয়।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ২ জুলাই ১৯৭২
-
স্বাক্ষরস্থল: Barnes Court (বর্তমানে রাজভবন), সিমলা, ভারত
-
আলোচনার সময়কাল: ২৮ জুন – ২ জুলাই ১৯৭২
-
স্বাক্ষরকারী: ইন্দিরা গান্ধী (ভারতের প্রধানমন্ত্রী), জুলফিকার আলি ভুট্টো (পাকিস্তানের প্রেসিডেন্ট)

0
Updated: 23 hours ago
The Simla Agreement was signed between which two countries?
Created: 4 days ago
A
Pakistan and Bangladesh
B
India and China
C
India and Pakistan
D
India and Sri Lanka
সিমলা চুক্তি (Simla Agreement):
-
১৯৭২ সালের ২ জুলাই ভারতের হিমাচল প্রদেশের সিমলা শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
-
চুক্তিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো অংশগ্রহণ করেন।
-
এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়সমূহ শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য একটি কাঠামো গঠন করা।
-
এর মধ্যে কাশ্মীর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা (Line of Control বা LoC) পুনঃনির্ধারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

0
Updated: 4 days ago