’ডেটন চুক্তি‘ কোন যুদ্ধের অবসান ঘটায়?
A
ভিয়েতনাম যুদ্ধ
B
ইরাক যুদ্ধ
C
সিরিয়া গৃহযুদ্ধ
D
বসনিয়া যুদ্ধ
উত্তরের বিবরণ
ডেটন চুক্তি হলো একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি, যা বসনিয়া যুদ্ধে সংঘটিত সংঘাত শেষ করার উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়। চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটন শহরের বিমানঘাটিতে প্রণীত হওয়ায় এটি ডেটন চুক্তি নামে পরিচিত।
-
স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর ১৯৯৫
-
চুক্তির স্থান: ডেটন, ওহায়ো, যুক্তরাষ্ট্র (খসড়া প্রণয়ন: প্যারিস, ফ্রান্স)
-
উদ্দেশ্য: বসনিয়া যুদ্ধের অবসান এবং বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে সংঘর্ষ বন্ধ করা
-
মধ্যস্থতা করেছেন: মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
-
প্রধান স্বাক্ষরকারীরা:
-
বসনিয়া: প্রেসিডেন্ট আলিজা ইজেতবেগোভিচ
-
ক্রোয়েশিয়া: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান
-
সার্বিয়া: স্লোবোদান মিলোসেভিচ
-

0
Updated: 23 hours ago
The Ottawa Treaty was adopted to prohibit the use of which weapons?
Created: 4 days ago
A
Nuclear weapons
B
Landmines
C
Heavy bombers
D
Biological weapons
অটোয়া চুক্তি (Ottawa Treaty):
-
অটোয়া চুক্তি ১৯৯৭ সালে গৃহীত হয়, যার উদ্দেশ্য স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধ করা।
-
১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার অটোয়ায় চুক্তিটি গৃহীত হয়।
-
এটি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
-
চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে সম্মত হয়।
-
বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।

0
Updated: 4 days ago
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
Created: 1 month ago
A
বিল ক্লিনটন
B
জিমি কার্টার
C
নিক্সন
D
রিগান
ডেটন চুক্তি (Dayton Agreement)
-
ডেটন চুক্তির পুরো নাম হলো "The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina"।
-
এটি একটি শান্তিচুক্তি, যা বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে সংঘর্ষ শেষ করার জন্য করা হয়েছিল।
-
এই চুক্তি করতে সাহায্য করেছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচক রিচার্ড হলব্রুক।
-
চুক্তিটি স্বাক্ষর হয় ১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে।
-
স্বাক্ষরিত হয়েছিল প্যারিস, ফ্রান্সে।
-
চুক্তিতে অংশ নেন:
-
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান,
-
সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাকে পরে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করা হয়েছিল),
-
এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
-
-
মধ্যস্থতা করেছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
-
এই চুক্তির মূল লক্ষ্য ছিল সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনার মধ্যে চলমান সমস্যা ও সংঘাত সমাধান করা।
তথ্যসূত্র: OSCE.org

0
Updated: 1 month ago
‘ডেটন চুক্তি’ আনুষ্ঠানিকভাবে কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
Created: 5 days ago
A
মিউনিখ
B
প্যারিস
C
নিউইয়র্ক
D
আলাক্সা
ডেটন চুক্তি – সংক্ষিপ্ত তথ্য
-
পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina
-
প্রেক্ষাপট:
-
নব্বইয়ের দশকে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ ছিল সবচেয়ে ভয়ঙ্কর সামরিক সংঘাত
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির পরাজয়ের প্রভাব ও ইউরোপের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংঘটিত
-
-
স্বাক্ষর ও তারিখ:
-
প্রাথমিক স্বাক্ষর: ২১ নভেম্বর, ১৯৯৫ (ডেটন, ওহাইও, যুক্তরাষ্ট্র)
-
আনুষ্ঠানিক স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ (প্যারিস, ফ্রান্স)
-
-
চুক্তি স্বাক্ষরকারী পক্ষ:
-
বসনিয়া ও হার্জেগোভিনা – প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
ক্রোয়েশিয়া – প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়া – প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (পরে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা)
-
-
মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
-
প্রধান নেতৃত্ব: মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক
-
উদ্দেশ্য ও মূল শর্ত:
-
পক্ষগুলো পরস্পরকে স্বীকৃতি দেবে
-
জাতিগত ঐক্য বজায় রাখবে
-
একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে
-
শান্তি চুক্তি বাস্তবায়নে সকল পক্ষ সহযোগিতা করবে
-
ডেটন চুক্তি বসনিয়া-হার্জেগোভিনার যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার মূল দিক নির্দেশ করে এবং ইউরোপীয় সংঘাত সমাধানে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া হিসেবে বিবেচিত।

0
Updated: 5 days ago