CTBT চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোথায়?
A
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
অটোয়া,কানাডা
C
প্যারিস, ফ্রান্স
D
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তরের বিবরণ
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) বা Comprehensive Nuclear-Test-Ban Treaty হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা সকল প্রকার পারমাণবিক অস্ত্র পরীক্ষাকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে গৃহীত।
-
স্বাক্ষরিত: ২৪ সেপ্টেম্বর ১৯৯৬, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
স্বাক্ষর করেননি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করে অনুমোদন দেননি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশ স্বাক্ষর করে: ২৪ সেপ্টেম্বর ১৯৯৬
উল্লেখযোগ্য তথ্য
-
চুক্তি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশকে স্বাক্ষর ও অনুমোদন দিতে হবে।
-
এই দেশগুলোর মধ্যে ৯টি দেশ এখনও চুক্তি অনুমোদন করেনি।
-
রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
-
বর্তমানে চুক্তিটি কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।
0
Updated: 1 month ago
Which of the following is related to the ban on nuclear testing?
Created: 1 month ago
A
CTBT
B
CBTT
C
CATT
D
BTCA
CTBT (The Comprehensive Nuclear-Test-Ban Treaty):
-
CTBT হলো একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য সামরিক ও বেসামরিক সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
-
১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই চুক্তি গৃহীত হয়।
-
বাংলাদেশ ২৪ অক্টোবর ১৯৯৬ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৮ মার্চ ২০০০ সালে এটি অনুমোদন করে।
-
CTBT বাস্তবায়নের জন্য CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization) নামে একটি সংস্থা কাজ করে, যার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি? [আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
যুক্তরাজ্য
B
ভারত
C
ফ্রান্স
D
জার্মানি
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)
-
পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
-
স্বাক্ষর: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬, নিউইয়র্ক
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের অংশগ্রহণ: স্বাক্ষর ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬
গুরুত্বপূর্ণ তথ্য:
-
চুক্তি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
-
এই দেশগুলোর মধ্যে ৯টি এখনও অনুমোদন দেয়নি।
-
এর মধ্যে রাশিয়া ২০২৩ সালে অনুমোদন প্রত্যাহার করেছে।
-
ফলে, চুক্তিটি এখনও কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।
উৎস: CTBTO ওয়েবসাইট
0
Updated: 2 months ago
নিচের কোনটি পারমানবিক পরীক্ষার নিষিদ্ধকরণের সাথে সম্পৃক্ত?
Created: 3 weeks ago
A
CTBT
B
CATT
C
CTCA
D
CBTT
CTBT বা The Comprehensive Nuclear-Test-Ban Treaty হলো একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য হলো সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে সমস্ত প্রকার পারমাণবিক অস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। এই চুক্তি ১০ সেপ্টেম্বর, ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। বাংলাদেশ ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে এই চুক্তিতে স্বাক্ষর করে এবং ৮ মার্চ, ২০০০ সালে তা অনুমোদন করে। চুক্তি বাস্তবায়নের জন্য দায়িত্বরত সংস্থা CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization), যার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অবস্থিত।
• CTBT বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
• এই চুক্তির অধীনে কোনো দেশ ভূগর্ভে, পানির নিচে, বায়ুমণ্ডলে বা মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ চালাতে পারবে না।
• CTBTO উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা (International Monitoring System – IMS) পরিচালনা করে, যা ভূকম্পন, রেডিওনিউক্লাইড, ইনফ্রাসাউন্ড ও হাইড্রোঅ্যাকোস্টিক পর্যবেক্ষণের মাধ্যমে নিষিদ্ধ পরীক্ষাগুলো শনাক্ত করে।
• যদিও এখন পর্যন্ত অনেক দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে, তবে এটি সম্পূর্ণভাবে কার্যকর হতে হলে কিছু প্রধান পারমাণবিক শক্তিধর দেশকে (যেমন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ইত্যাদি) অনুমোদন দিতে হবে।
• চুক্তিটি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এবং পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গঠনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।
• ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬ সালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
0
Updated: 3 weeks ago