একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
A
৩৬ ব. মি.
B
৪২ ব. মি.
C
৪৮ ব. মি.
D
৫০ ব. মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
ভূমি, b = ১৬ মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = ১০ মি.
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪)√(৪a২ - b২)
= (১৬/৪)√{৪ × (১০)২ - (১৬)২}
= ৪{√(৪০০ - ২৫৬)}
= ৪√১৪৪
= ৪ × ১২
= ৪৮ বর্গমিটার

0
Updated: 4 weeks ago