জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত কত সালে?
A
১৯৪৬ সালে
B
১৯১৯ সালে
C
১৯৫০ সালে
D
১৯৪৫ সালে
উত্তরের বিবরণ
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা ১৯৪৫ সালে গৃহীত হয় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে।
-
স্বাক্ষরের তারিখ: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি
লক্ষ্য ও উদ্দেশ্য (Article 1–2)
-
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা
-
রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন
-
মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন
-
আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
-
সার্বভৌমত্ব, সমতা ও অ-হস্তক্ষেপের নীতি রক্ষা
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট সদস্য: ১৫
-
স্থায়ী সদস্য: ৫ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স)
-
অস্থায়ী সদস্য: ১০ (নির্বাচিত হয় ২ বছরের জন্য)
-
ভেটো ক্ষমতা: শুধুমাত্র ৫ স্থায়ী সদস্যের হাতে
-
সদস্য সংখ্যা বৃদ্ধি: ১৯৪৫ সালে ৫০টি দেশ দিয়ে শুরু, আগস্ট ২০২৫ পর্যন্ত মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টি

0
Updated: 23 hours ago
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
Created: 3 months ago
A
UNDP
B
DTCD
C
UNFPA
D
UNEP
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমে সমন্বয়কারী — UNDP
UNDP বা United Nations Development Programme হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচী এবং সাধারণ পরিষদের সহায়ক সংস্থা। এটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের বৃহত্তম মাধ্যম হিসেবে কাজ করে থাকে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২২ নভেম্বর, ১৯৬৫
-
সদর দফতর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সহায়তা প্রদান।
-
কার্যক্রম: প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।
-
বিশেষ প্রকাশনা: মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ।
UNDP জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে কাজ করে এবং একজন প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হয়।
এই প্রশাসক ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন, যাদের মধ্যে উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা রয়েছেন।
বর্তমানে UNDP প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন আচিম স্টেইনার।
উৎস: UNDP ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
জেনেভা
B
নিউইয়র্ক
C
হেগ
D
প্যারিস
জাতিসংঘ হলো বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বশান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করে।
প্রতিষ্ঠাকালীন ইতিহাস:
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫
-
প্রতিষ্ঠা দিবস: ২৪ অক্টোবর ১৯৪৫
-
স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা: ৫১টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি
-
সর্বশেষ সদস্য রাষ্ট্র: দক্ষিণ সুদান
প্রশাসনিক ও সাংগঠনিক তথ্য:
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস
-
দাপ্তরিক ভাষা (৬টি):
-
ইংরেজি
-
ফ্রেঞ্চ
-
চীনা
-
রুশ
-
স্প্যানিশ
-
আরবি
-
-
কার্যকরী দাপ্তরিক ভাষা (২টি): ইংরেজি ও ফ্রেঞ্চ
-
স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র (২টি):
-
ভ্যাটিকান সিটি
-
ফিলিস্তিন
-
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ
-
নিরাপত্তা পরিষদ
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
-
অছি পরিষদ
-
জাতিসংঘ সচিবালয়
তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
Created: 2 weeks ago
A
আইএলও
B
হু (WHO)
C
ASEAN (আশিয়ান)
D
উপরের সবকটি
ASEAN
-
ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations।
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ আগস্ট, ১৯৬৭।
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১০টি।
-
সদস্য দেশগুলো:
-
মালয়েশিয়া
-
থাইল্যান্ড
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ইন্দোনেশিয়া
-
ব্রুনাই
-
ভিয়েতনাম
-
লাওস
-
মিয়ানমার
-
কম্বোডিয়া
-
-
বর্তমান ASEAN সভাপতি দেশ: ইন্দোনেশিয়া।
-
ASEAN আঞ্চলিক ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা: ২৭টি দেশ।
-
উল্লেখযোগ্য: বাংলাদেশ ARF-এর সদস্য।
-
অন্যান্য তথ্য:
-
ILO (International Labour Organization) এবং WHO (World Health Organization) হলো জাতিসংঘের সহযোগী সংস্থা।
উৎস: ASEAN অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago