নিম্নলিখিত কোন দেশ NPT চুক্তিতে কখনও স্বাক্ষর করেনি? [আগস্ট,২০২৫]
A
জাপান
B
ভারত
C
জার্মানি
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
ভারত কখনোই NPT (Nuclear Non-Proliferation Treaty) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি। এই চুক্তি মূলত পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণের প্রচেষ্টা নিশ্চিত করার জন্য গৃহীত হয়।
-
চুক্তির পূর্ণ নাম: Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT)
-
বাংলা নাম: পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি
-
মূল উদ্দেশ্য:
-
পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা
-
বিশ্বব্যাপী পরমাণু নিরস্ত্রীকরণ নিশ্চিত করা
-
-
খসড়া গৃহীত হয়: ১ জুলাই ১৯৬৮
-
কার্যকর হয়: ৫ মার্চ ১৯৭০
-
প্রাথমিক পৃষ্ঠপোষক দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া)
-
নজরদারি সংস্থা: IAEA (International Atomic Energy Agency)
-
সদস্য সংখ্যা: বর্তমানে প্রায় ১৯১টি দেশ স্বাক্ষর করেছে
-
যেসব দেশ স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, ইসরায়েল
-
যে দেশ চুক্তি থেকে সরে যায়: উত্তর কোরিয়া (২০০৩ সালে)
-
চুক্তির মেয়াদ: প্রথমে ২৫ বছরের জন্য কার্যকর ছিল; পরে ১৯৯৫ সালে এটি অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারিত করা হয়।

0
Updated: 23 hours ago
নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
চীন ও ভারত
B
যুক্তরাষ্ট্র ও চীনযুক্তরাষ্ট্র ও চীন
C
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
D
রাশিয়া ও উত্তর কোরিয়া
পারমাণবিক অস্ত্রধারী দেশ:
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।
- ২০২৫ সালের শুরুর দিকে, অনুমান করা হয় ৯টি দেশের হাতে মোট ১২ হাজার ২৪১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
- বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশই রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে।
- এ ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা প্রায় ৮৩ শতাংশ পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে মোতায়েন করা বা সক্রিয় অবস্থায় রয়েছে।
- বাকি ১৩ শতাংশ অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে।
- আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ১ হাজার ৪১৯টি এবং রাশিয়া প্রায় ১ হাজার ৫৪৯টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে।

0
Updated: 3 weeks ago