চীনের মুদ্রার নাম-
A
ইউয়ান
B
ইউয়েন
C
ডলার
D
পাউন্ড
উত্তরের বিবরণ
চীন পূর্ব এশিয়ার একটি বৃহৎ ও প্রাচীন সভ্যতার দেশ, যা ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি পৃথিবীর স্থলভাগের এক-চতুর্দশ অংশ জুড়ে বিস্তৃত এবং পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ হিসেবে পরিচিত।
-
রাজধানী: বেইজিং (সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র)
-
প্রধান শিল্পনগরী: সাংহাই
-
মুদ্রা: চীনা ইউয়ান (CNY)
-
ভাষা: ম্যান্ডারিন চীনা (প্রধান), এছাড়াও ক্যান্টনিজসহ অন্যান্য আঞ্চলিক ভাষা প্রচলিত
-
জনসংখ্যা: ২০২৩ সালে জাতিসংঘের হিসাব অনুযায়ী ভারত চীনকে ছাড়িয়ে যায়
-
তাইওয়ান: ১৯৪৯ সাল থেকে আলাদা প্রশাসনের অধীনে রয়েছে
-
ভূখণ্ড: পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক-চতুর্দশ অংশ দখল করে আছে
-
সীমান্তবর্তী দেশ: চীনের সঙ্গে ১৪টি দেশের স্থল সীমা রয়েছে। দেশগুলো হলো Afghanistan, Bhutan, India, Kazakhstan, North Korea, Kyrgyzstan, Laos, Mongolia, Myanmar (Burma), Nepal, Pakistan, Russia, Tajikistan এবং Vietnam।

0
Updated: 23 hours ago
জাপানের মুদ্রার নাম কী?
Created: 1 week ago
A
ওন
B
ইউয়ান
C
ইয়েন
D
বাথ
জাপান
-
জাপান এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র।
-
জি-৭ এর সদস্য।
-
পূর্বে Nippon বা Nihon নামে পরিচিত।
-
পার্লামেন্টের নাম: ডায়েট (Diet), যা দুই কক্ষবিশিষ্ট।
-
জাতীয় মুদ্রা: ইয়েন।
অন্য দেশগুলোর মুদ্রা:
-
দক্ষিণ কোরিয়া: ওন
-
চীন: ইউয়ান
-
থাইল্যান্ড: বাথ
সূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 week ago
শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
Created: 1 month ago
A
ডলার
B
পাউন্ড
C
টাকা
D
রুপী
শ্রীলংকা
-
শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
-
এটি ভারত মহাসাগরের মধ্যে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এবং আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
-
রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
-
সবচেয়ে বড় শহর: কলম্বো।
-
মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।
বর্তমান সরকার:
-
প্রেসিডেন্ট: অনূঢ়া কুমারা দিশানায়েকে
-
তিনি ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা।
-
সেপ্টেম্বর ২০২৪ সালে নির্বাচিত হয়ে শ্রীলংকার প্রেসিডেন্ট হয়েছেন।
-
-
প্রধানমন্ত্রী: হরিণী অমরাসুরিয়া
-
তিনি শ্রীলংকার ১৬তম প্রধানমন্ত্রী।
-
সেপ্টেম্বর ২০২৪-এ দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হন।
-
তার নিয়োগ করেন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।
-
উৎস: Britannica

0
Updated: 1 month ago
নিচের কোন দেশটির মুদ্রার নাম দিনার?
Created: 2 weeks ago
A
ওমান
B
ইয়েমেন
C
কুয়েত
D
সিরিয়া
বিভিন্ন দেশের মুদ্রা
১. রিয়াল (Riyal)
সৌদি আরব
ওমান
ইয়েমেন
কাতার
ইরান
২. দিনার (Dinar)
ইরাক
কুয়েত
জর্ডান
বাহরাইন
আলজেরিয়া
তিউনেশিয়া
৩. দিরহাম (Dirham)
সংযুক্ত আরব আমিরাত
মরক্কো
৪. পাউন্ড (Pound)
মিশর
সিরিয়া
লেবানন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago