বাংলা ধাতু হলো সেই সকল ধাতু বা ক্রিয়ামূল, যা সরাসরি সংস্কৃত থেকে আসে নি, অর্থাৎ স্বতঃসিদ্ধভাবে বাংলায় উৎপন্ন।
উদাহরণ:
-
কাদ্
-
কাট্
-
নাচ্
-
আক্
-
কহ্
-
কর্
অন্যদিকে, সংস্কৃত ধাতু:
-
কথ্
-
বুধ্
-
গঠ্
কোনটি বাংলা ধাতু?
A
গঠ্
B
বুধ্
C
আক্
D
কথ্
0
Updated: 10 hours ago
ধাতু কয় প্রকার?
Created: 11 hours ago
A
২ প্রকার
B
৩ প্রকার
C
৪ প্রকার
D
৫ প্রকার
ধাতু বা ক্রিয়ামূল
বাংলা ভাষায় অসংখ্য ক্রিয়াপদ রয়েছে। এসব ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলা হয়। ধাতু থেকেই বিভিন্ন ক্রিয়াপদ গঠিত হয়।
ধাতুর প্রকারভেদ (৩টি):
১. মৌলিক ধাতু
২. সাধিত ধাতু
৩. যৌগিক সংযোগমূলক ধাতু
0
Updated: 11 hours ago
'যত বেশি খাটবে ততই সুফল পাবে' - বাক্যে 'খাটবে' শব্দটি কোন ধাতুযোগে গঠিত?
Created: 10 hours ago
A
প্রযোজক ধাতু
B
সংস্কৃত ধাতু
C
বিদেশগাত ধাতু
D
বাংলা ধাতু
বিদেশাগত ধাতু:
বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তাদের বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু বলা হয়।
উদাহরণ:
খাট্ + বে → যত বেশি খাটবে ততই সুফল পাবে।
বিগডু + আনো → তোমার বিগড়ানো ছেলেকে ভালো করার সাধ্য আমার নেই।
টান্ + আ → আমাকে নিয়ে টানাটানি করো না, আমি যাব না।
জম্ + আট → অন্ধকার বেশ জমাট বেঁধেছে।
0
Updated: 10 hours ago