কোনটি মৌলিক শব্দ?
A
গরমিল
B
সংসদ
C
গোলাপ
D
সদস্য
উত্তরের বিবরণ
মৌলিক শব্দ হলো সেই শব্দ যা বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ আলাদা করা যায় না। এগুলো নিজের মধ্যে পূর্ণাঙ্গ অর্থ বহন করে।
যেমন: গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।
অপরদিকে, সাধিত শব্দ হলো সেই শব্দ যা বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায়। সাধারণত এগুলো উপসর্গ বা প্রত্যয় যোগের মাধ্যমে অথবা সমাস প্রক্রিয়ায় গঠিত হয়।
যেমন: পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ ইত্যাদি।
0
Updated: 1 month ago
নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
Created: 2 months ago
A
খোকা
B
ধোপা
C
কৃতদার
D
নেতা
নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ
-
যে সব শব্দের নর বা নারীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক বলা হয়।
নিত্য নরবাচক: কৃতদার, অকৃতদার।
নিত্য নারীবাচক: সতীন, বিধবা।
অন্যদিকে:
-
খোকা → খুকি
-
ধোপা → ধোপানি
-
নেতা → নেত্রী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
0
Updated: 2 months ago
Ratio শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
Created: 3 months ago
A
নিত্যক্রম
B
ভগ্নাংশ
C
অনুপাত
D
সারি
0
Updated: 3 months ago
গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?
Created: 2 months ago
A
তৎসম
B
অর্ধ-তৎসম
C
দেশি
D
বিদেশি
"গিন্নী" এবং "কেষ্ট" — এই দুটি শব্দ দেশি শব্দ।
✅ সঠিক উত্তর: গ) দেশি ✅
0
Updated: 2 months ago