কোনটি মৌলিক শব্দ?
A
গরমিল
B
সংসদ
C
গোলাপ
D
সদস্য
উত্তরের বিবরণ
মৌলিক শব্দ হলো সেই শব্দ যা বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ আলাদা করা যায় না। এগুলো নিজের মধ্যে পূর্ণাঙ্গ অর্থ বহন করে।
যেমন: গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।
অপরদিকে, সাধিত শব্দ হলো সেই শব্দ যা বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায়। সাধারণত এগুলো উপসর্গ বা প্রত্যয় যোগের মাধ্যমে অথবা সমাস প্রক্রিয়ায় গঠিত হয়।
যেমন: পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ ইত্যাদি।

0
Updated: 11 hours ago
কোন শব্দটি ফারসি?
Created: 1 month ago
A
মুসাফির
B
তকদির
C
পেরেশান
D
মজলুম
পেরেশান' শব্দের অর্থ: উদ্বগ্ন, চিন্তিত।
- ‘পেরেশান’ শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
অন্যদিকে,
• ‘মুসাফির’ আরবি শব্দ।
- যার অর্থ: যে সফর করে, পর্যটক, পথিক, বিদেশে ভ্রমণকারী ব্যক্তি।
• ‘তকদির’ আরবি শব্দ;।
- যার অর্থ: ভাগ্য।
• ‘মজলুম’ আরবি শব্দ।
- যার অর্থ: অত্যাচারিত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Created: 1 week ago
A
সমার্থে
B
ক্ষুদ্রার্থে
C
বৃহদার্ধে
D
বিপরীতার্থে
'নাটিকা ' শব্দটি ' ক্ষুদ্রার্থে ' স্ত্রীবাচক শব্দ। ' ক্ষুদ্রার্থে ' আরও কয়েকটি স্ত্রীবাচক শব্দ - মালিকা, গীতিকা, পুস্তিকা।

0
Updated: 1 week ago
'খদ্দের' শব্দের অর্থ-
Created: 1 week ago
A
বিপদ
B
কাপড় বিশেষ
C
ক্রেতা
D
ক্ষণকাল
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'খদ্দের' শব্দের অর্থ — ‘ক্রেতা’।
অন্যদিকে,
-
'খতর' শব্দের অর্থ — বিপদ
-
'খদ্দর' শব্দের অর্থ — কাপড় বিশেষ
-
'খনেক' শব্দের অর্থ — ‘ক্ষণকাল’
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago