কোনটি সংস্কৃত শব্দ?
A
কামড়
B
পয়লা
C
মাতা
D
চাউল
উত্তরের বিবরণ
সংস্কৃত শব্দ – “মাতা”
-
পদপ্রকার: বিশেষ্য
-
অর্থ: মা, জননী, গর্ভধারিণী, আম্মা, মাতৃ বা কন্যাস্থানীয়া নারী।
দেশি শব্দের উদাহরণ:
-
কামড়
-
চাউল
-
পয়লা
কিছু সংস্কৃত শব্দের উদাহরণ:
-
সূর্য
-
চন্দ্র
-
জল
-
গৃহ
-
মৃত্তিকা
-
রাম
-
রাবণ
-
পুত্র
-
পিতা
-
জননী
-
দেব
-
দেবী
-
দর্শন
-
বয়ন
-
গমন
-
রাত্রি
-
দিবা
-
সৌর্য
-
কৃতিত্ব
-
আদিত্য
-
নারায়ণ
-
বৃক্ষ
-
পশু
-
লতা
-
নর
-
নারী
-
বেদ
-
বেদান্ত
-
উপনিষদ

0
Updated: 11 hours ago
'অশিক্ষিত' শব্দের গঠন কোনটি?
Created: 1 week ago
A
উপসর্গ + মূল শব্দ
B
ধাতু + প্রত্যয়
C
ধাতু + উপসর্গ
D
অব্যয় + অনুসর্গ
সঠিক উত্তর: ক) উপসর্গ + মূল শব্দ
বিশ্লেষণ:
'অশিক্ষিত' শব্দের গঠন:
-
অ (উপসর্গ) + শিক্ষিত (মূল শব্দ)
এখানে:
-
অ একটি নেতিবাচক উপসর্গ যা 'না' বা 'নয়' অর্থ প্রকাশ করে
-
শিক্ষিত হলো মূল শব্দ যার অর্থ 'যে শিক্ষা লাভ করেছে'
-
অ উপসর্গ যোগে শিক্ষিত শব্দের বিপরীত অর্থ তৈরি হয়েছে - 'যে শিক্ষা লাভ করেনি'
অনুরূপ উদাহরণ:
-
অসুস্থ = অ + সুস্থ
-
অযোগ্য = অ + যোগ্য
-
অপরিচিত = অ + পরিচিত
সুতরাং 'অশিক্ষিত' শব্দটি উপসর্গ + মূল শব্দ দিয়ে গঠিত।
উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
Created: 3 weeks ago
A
খোকা
B
ধোপা
C
কৃতদার
D
নেতা
নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ
-
যে সব শব্দের নর বা নারীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক বলা হয়।
নিত্য নরবাচক: কৃতদার, অকৃতদার।
নিত্য নারীবাচক: সতীন, বিধবা।
অন্যদিকে:
-
খোকা → খুকি
-
ধোপা → ধোপানি
-
নেতা → নেত্রী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

0
Updated: 3 weeks ago
’মোড়ক’ শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 3 weeks ago
A
√মুড় + অক
B
√মুড় + ওক
C
√মোড় + অক
D
√মূড় + অক
“অক” কৃৎ-প্রত্যয় যোগে শব্দ গঠন
উদাহরণ:
-
√মুড় + অক = মোড়ক
-
√ঝল্ + অক = ঝলক
উল্লেখ্য
-
ক্রিয়ামূল বা ধাতু-কে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা প্রকৃতি।
-
ক্রিয়া-প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
উদাহরণ:
চল্ (ক্রিয়া-প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ

0
Updated: 3 weeks ago