পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
A
৫৬ এবং ১৪ বছর
B
৩২ এবং ৭ বছর
C
৩৬ এবং ৯ বছর
D
৪০ এবং ১০ বছর
উত্তরের বিবরণ
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = x বছর
∴ পিতার বর্তমান বয়স = ৪x বছর
শর্তমতে,
১০(x - ৬) = ৪x - ৬
বা, ১০x - ৬০ = ৪x - ৬
বা, ১০x - ৪x = ৬০ - ৬
বা, ৬x = ৫৪
∴ x = ৯
∴ পুত্রের বর্তমান বয়স = ৯ বছর
এবং পিতার বর্তমান বয়স = (৯ × ৪) বছর = ৩৬ বছর।

0
Updated: 4 weeks ago