মূল্যবোধের উপাদান কোনটি?
A
শ্রমের মর্যাদা
B
শৃঙ্খলাবোধ
C
সহমর্মিতা
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
মূল্যবোধ
সংজ্ঞা:
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
মূল্যবোধের উপাদান:
-
শ্রমের মর্যাদা
-
শৃঙ্খলাবোধ
-
সহনশীলতা
-
সহমর্মিতা
-
আইনের শাসন
-
সামাজিক ন্যায়বিচার
-
নীতি ও ঔচিত্যবোধ
-
নাগরিক চেতনা
-
কর্তব্যবোধ

0
Updated: 11 hours ago
ইমানুয়েল কান্টের নীতিবিদ্যার মূলকথা নয় কোনটি?
Created: 11 hours ago
A
কর্তব্যের জন্য কর্তব্য
B
সৎ ইচ্ছা
C
শর্তহীন আদেশ
D
নৈতিকতার জন্য দায়িত্ব
ইমানুয়েল কান্ট
-
ইমানুয়েল কান্ট ছিলেন একজন প্রখ্যাত জার্মান দার্শনিক ও নীতিবিজ্ঞানী।
-
তিনি নীতিবিদ্যায় “কর্তব্যের জন্য কর্তব্য” (Duty for duty’s sake) ধারণার প্রবর্তক, যা নৈতিকতার ভিত্তি হিসেবে বিবেচিত।
তার নীতিবিদ্যার মূলকথা তিনটি:
-
সৎ ইচ্ছা (Good Will)
-
কর্তব্যের জন্য কর্তব্য (Duty for Duty’s Sake)
-
শর্তহীন আদেশ (Categorical Imperative)
উল্লেখ্য: “নৈতিকতার জন্য কর্তব্য” ইমানুয়েল কান্টের নীতিবিদ্যার মূলকথা নয়।

0
Updated: 11 hours ago
নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
Created: 2 weeks ago
A
সততা ও নিষ্ঠা
B
কর্তব্যপরায়ণতা
C
মায়া ও মমতা
D
উদারতা
নৈতিক শক্তির প্রধান উপাদান সততা ও নিষ্ঠা।
নৈতিকতা (Morality):
- Morality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Moralitas থেকে।
- নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- নৈতিক অনুশাসনের প্রভাবে মানুষ আইন মানে, শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না এবং রাষ্ট্রের অনুশাসনকে শ্রদ্ধা করে।
- বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস।
- নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ।
- নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা।
- নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
- নৈতিকতা বলতে আমরা বুঝি মানুষের সদাচরণ, সচ্চরিত্র, সততা ও নিষ্ঠার বহিঃপ্রকাশ।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 2 weeks ago
“সুশাসন একটি জাতির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে”— কে বলেছেন?
Created: 11 hours ago
A
বারবার কোনাবল
B
মারটিন মিনোগ
C
ল্যান্ডেল মিল
D
জেফ্রি স্যাচস
সুশাসন
-
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম Good Governance শব্দটি ব্যবহার করেন।
-
বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
গুরুত্বপূর্ণ মতামত
-
মিশেল ক্যামডেসাস বলেছেন: “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।”
-
ল্যান্ডেল মিল (Landell Mill) বলেন: “সুশাসন একটি জাতির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জনপ্রশাসন ও আইনী কাঠামোর মধ্যে এটি কিভাবে কাজ করে তা জানায়।”

0
Updated: 11 hours ago