বিশ্বব্যাংক সুশাসনের কোন স্তম্ভটি ঘোষণা করেনি?
A
দারিদ্র্য বিমোচন
B
দায়িত্বশীলতা
C
স্বচ্ছতা
D
আইনী কাঠামো
উত্তরের বিবরণ
সুশাসন
-
সুশাসন প্রত্যয়টি পৌরনীতির সাম্প্রতিক সংযোজন।
-
সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
সুশাসনের ধারণা
-
সুশাসনের ধারণাটি বহুমাত্রিক। এর অর্থ নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
-
এই ধারণার উদ্ভাবক বিশ্বব্যাংক।
-
বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
-
বিশ্বব্যাংকের মতে: “সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।”
পরবর্তী ব্যাখ্যা
-
১৯৯২ সালে বিশ্বব্যাংক প্রকাশিত “শাসন প্রক্রিয়া ও উন্নয়ন” রিপোর্টে সুশাসন ধারণাটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়।
-
সংস্থাটির মতে, অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন না হওয়ার প্রধান কারণ হলো সুশাসনের অনুপস্থিতি।
সুশাসনের চারটি স্তম্ভ (বিশ্বব্যাংক, ২০০০)
-
দায়বদ্ধতা
-
স্বচ্ছতা
-
আইনী কাঠামো
-
অংশগ্রহণ
0
Updated: 1 month ago
মূল্যবোধ পরীক্ষা করে -
Created: 1 month ago
A
ভাল ও মন্দ
B
ন্যায় ও অন্যায়
C
নৈতিকতা ও অনৈতিকতা
D
উপরের সবগুলো
মূল্যবোধ
-
ইংরেজি প্রতিশব্দ: Value
-
সংজ্ঞা: মূল্যবোধ হলো এমন নীতি ও মানদণ্ড যা মানুষের আচরণ ও সিদ্ধান্তকে পরিচালনা করে।
-
উৎস: পরিবার হলো মূল্যবোধের প্রাথমিক শিক্ষা কেন্দ্র, আর শিক্ষালয় হলো প্রাতিষ্ঠানিক উৎস।
-
ব্যাখ্যা: মূল্যবোধের মাধ্যমে মানুষ তার চিন্তাভাবনা, আশা-আকাঙ্খা, লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করে। এটি মানুষকে তার আচরণ ও কার্যকলাপে সঠিক দিশা দেখায়।
-
প্রকৃতি: মূল্যবোধ স্থায়ী নয়; সময় ও পরিবেশ অনুযায়ী এটি পরিবর্তিত হতে পারে।
-
উদাহরণ: শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ ও মানবিক আচরণ—all এগুলো মূল্যবোধের অংশ।
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
-
যে সমস্ত চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ মানুষের আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, তাদের সমষ্টিই মূল্যবোধ।
-
মূল্যবোধের সাহায্যে মানুষ ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা-অনৈতিকতা ইত্যাদি বিচার করে।
-
চিরন্তন মূল্যবোধ হলো সত্য ও ন্যায়, আর এর বিপরীতে দাঁড়ায় সার্থকতা, শঠতা, অসহিষ্ণুতা।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
0
Updated: 1 month ago
ব্যক্তিগত মূল্যবোধ লালন করে -
Created: 2 months ago
A
সামাজিক মূল্যবোধকে
B
গণতান্ত্রিক মূল্যবোধকে
C
ব্যক্তিগত মূল্যবোধকে
D
স্বাধীনতার মূল্যবোধকে
ব্যক্তিগত মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ
সামাজিক মূল্যবোধ
-
সামাজিক মূল্যবোধ হলো সমাজের মূল ভিত্তি।
-
এটি হলো এমন বিশ্বাস, আদর্শ ও নীতির সমষ্টি যা ব্যক্তিকে আচরণে পরিচালিত করে এবং অন্যের কাজের ভাল-মন্দ বিচার করার মানদণ্ড হিসেবে কাজ করে।
-
সামাজিক মূল্যবোধ ব্যক্তি, পরিবার, পেশা, প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরে প্রযোজ্য।
-
এটি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তবে সমাজের সাধারণ মানুষের সম্মত বিশ্বাস ও নীতিকে অন্তর্ভুক্ত করে।
-
সামাজিক মূল্যবোধ মানুষকে তার ব্যক্তিগত ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
-
এটি হলো সমাজ ও ব্যক্তির অভিন্ন আকাঙ্ক্ষার প্রকাশ এবং সমাজের মানুষের আচরণ যাচাই করার মানদণ্ড।
ব্যক্তিগত মূল্যবোধ
-
আধুনিক বিশ্বে ব্যক্তিগত মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
-
এটি ব্যক্তির স্বাধীনতা ও স্ব-পরিচয়কে সমর্থন করে।
-
ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির নিজস্ব রুচি, বিশ্বাস, মনোভাব, ধারণা ও নীতি-নৈতিকতার ওপর ভিত্তি করে গঠিত আচরণ নিয়ন্ত্রণের মান।
-
প্রতিটি শিশুই কিছু ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায় এবং পরিবার থেকে সে এগুলো শিখতে থাকে।
-
ব্যক্তির ব্যক্তিজীবন তার নিজস্ব মূল্যবোধের ওপর অনেকাংশে নির্ভর করে।
উৎস: সমাজকল্যাণ ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 2 months ago
লর্ড ব্রাইসের মতে, আইন মান্য করার কারণ-
Created: 3 weeks ago
A
অপরের প্রতি শ্রদ্ধা
B
নির্লিপ্ততা
C
শাস্তির ভয়
D
বর্ণিত সবগুলো
আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আইন মান্য করা। প্রতিটি আইনেই কিছু নির্দেশনা থাকে এবং তা অমান্য করলে শাস্তির ব্যবস্থা থাকে। আইন মান্য করার অন্যতম কারণ হলো আইনের উপযোগিতা, যা সমাজে শৃঙ্খলা ও ন্যায়বিচার বজায় রাখতে সহায়ক।
লর্ড ব্রাইস আইন মান্য করার কারণগুলোকে পাঁচ ভাগে ভাগ করেছেন:
-
যৌক্তিকতার উপলব্ধি
-
অপরের প্রতি শ্রদ্ধা
-
নির্লিপ্ততা
-
সহানুভূতি
-
শাস্তির ভয়
0
Updated: 3 weeks ago