“সুশাসন একটি জাতির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে”— কে বলেছেন?
A
বারবার কোনাবল
B
মারটিন মিনোগ
C
ল্যান্ডেল মিল
D
জেফ্রি স্যাচস
উত্তরের বিবরণ
সুশাসন
-
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম Good Governance শব্দটি ব্যবহার করেন।
-
বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
গুরুত্বপূর্ণ মতামত
-
মিশেল ক্যামডেসাস বলেছেন: “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।”
-
ল্যান্ডেল মিল (Landell Mill) বলেন: “সুশাসন একটি জাতির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জনপ্রশাসন ও আইনী কাঠামোর মধ্যে এটি কিভাবে কাজ করে তা জানায়।”
0
Updated: 1 month ago
জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে- এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ-২১
B
অনুচ্ছেদ-১৮
C
অনুচ্ছেদ-২৮
D
অনুচ্ছেদ-২৬
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের মাধ্যমে জনস্বাস্থ্য, নৈতিকতা, নাগরিক অধিকার ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে অনুচ্ছেদ-১৮ রাষ্ট্রকে জনস্বাস্থ্যের উন্নয়ন ও নৈতিকতার রক্ষা করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করে।
এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ নাগরিকদের কর্তব্য, মৌলিক অধিকারের সাথে অসমঞ্জস আইন বাতিল এবং ধর্মভিত্তিক বৈষম্য রোধের বিষয় নির্ধারণ করেছে।
-
অনুচ্ছেদ-১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা
-
রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হলো জনগণের পুষ্টির স্তর উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নয়ন।
-
বিশেষত আরোগ্যের প্রয়োজন বা আইনের দ্বারা নির্ধারিত অন্য কোনো প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
-
-
অনুচ্ছেদ-১৮ ক: পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
-
বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন।
-
প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান।
-
-
সংবিধানের অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ-২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
-
অনুচ্ছেদ-২৬: মৌলিক অধিকারের সাথে অসমঞ্জস আইন বাতিল।
-
অনুচ্ছেদ-২৮: ধর্ম বা অন্যান্য কারণে বৈষম্য রোধ।
-
∴ সুতরাং সঠিক উত্তর: অনুচ্ছেদ-১৮।
0
Updated: 1 month ago
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -
Created: 1 month ago
A
সরকার পরিচালনায় সাহায্য করা
B
নিজের অধিকার ভোগ করা
C
সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
D
নিয়মিত কর প্রদান করা
সুশাসন
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক শুধু অধিকার ভোগ করবে এমন নয়, বরং তার বিনিময়ে কিছু দায়িত্ব ও কর্তব্যও পালন করতে হয়। সুশাসন প্রতিষ্ঠা কেবল সরকারের একার কাজ নয়, বরং জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কারণ, যদি জাতি কর্তব্যবিমুখ হয় তবে তারা কখনোই উন্নতি করতে পারে না এবং সুশাসন প্রতিষ্ঠা করাও সম্ভব হয় না।
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য
সুশাসন প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিকের কিছু মৌলিক কর্তব্য রয়েছে, যেমন:
-
সামাজিক দায়িত্ব পালন করা।
-
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন।
-
আইন মেনে চলা।
-
সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া।
-
নিয়মিত কর পরিশোধ করা।
-
রাষ্ট্রের সেবা করা।
-
সন্তানদের সঠিক শিক্ষা প্রদান।
-
দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা।
-
জাতীয় সম্পদ রক্ষা করা।
-
আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করা।
-
সর্বদা সচেতন ও সজাগ থাকা।
-
সংবিধান মেনে চলা।
-
সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্তরিক হওয়া।
-
উদার ও প্রগতিশীল রাজনৈতিক দলকে সমর্থন করা।
➡️ সারসংক্ষেপে বলা যায়: সুশাসন কেবল সরকারের প্রচেষ্টার মাধ্যমে সম্ভব নয়, বরং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও কর্তব্য পালনের মাধ্যমেই এটি প্রতিষ্ঠা করা যায়।
উৎস: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে। - কে বলেন?
Created: 1 month ago
A
এফ. ই. মেরিল
B
ম্যাক্স ভেবার
C
এমিল দুর্খেইম
D
হ্যারল্ড লাসওয়েল
সামাজিক মূল্যবোধ
-
সমাজবিজ্ঞানী এফ. ই. মেরিল (F. E. Meril) অনুযায়ী,
"সামাজিক মূল্যবোধ হলো বিশ্বাসের এমন প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণ সংরক্ষণকে গুরুত্বপূর্ণ মনে করে।"
-
সামাজিক মূল্যবোধ হলো চিন্তা-ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য, যা মানুষের সামাজিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে।
-
সামাজিক মূল্যবোধের ভিত্তি:
-
ন্যায়পরায়ণতা
-
সততা
-
শিষ্টাচার
-
-
উদাহরণ:
-
বড়দের সম্মান করা
-
সহনশীলতা
-
দানশীল হওয়া
-
আতিথেয়তা ইত্যাদি
-
0
Updated: 1 month ago