সুশাসনের পূর্বশর্ত কী?
A
নিরপেক্ষ বিচার ব্যবস্থা
B
মত প্রকাশের স্বাধীনতা
C
নিরপেক্ষ আইন ব্যবস্থা
D
প্রশাসনের নিরপেক্ষতা
উত্তরের বিবরণ
সুশাসনের পূর্বশর্ত
যেকোনো দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য কিছু পূর্বশর্ত প্রয়োজন।
সুশাসনের পূর্বশর্তগুলো হলো:
-
আইনের শাসন
-
স্বচ্ছতা
-
জবাবদিহিতা
-
গ্রহণযোগ্যতা
-
দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন
-
অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা
-
মত প্রকাশের স্বাধীনতা / স্বাধীন প্রচারমাধ্যম
-
দায়বদ্ধতা
-
ক্ষমতার বিকেন্দ্রীকরণ
-
রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা
-
অংশগ্রহণের সুযোগ উন্মুক্ততা
-
বাকস্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা
-
বিচার বিভাগের স্বাধীনতা
-
বৈধতা
0
Updated: 1 month ago
'সুবর্ণ মধ্যক' হলো -
Created: 2 months ago
A
গাণিতিক মধ্যমান
B
দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
C
সম্ভাব্য সব ধরনের কাজের মধ্যমান
D
একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
'সুবর্ণ মধ্যক' হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা।
গোল্ডেন মিন (Golden Mean):
- গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক হলো একটি দার্শনিক মতবাদ।
- গ্রিক দার্শনিক এরিষ্টটল এই ধারণার প্রবর্তক।
- দুটি চরম পন্থার মধ্যবর্তী কোন পন্থাকে সুবর্ণ মধ্যক বলে।
- যেমন: একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব।
উৎস: Britannica.
0
Updated: 2 months ago
কোন বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?
Created: 1 month ago
A
১৯৯৫
B
১৯৯৭
C
১৯৯৮
D
১৯৯৯
UNDP ও সুশাসন
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে প্রথমবার উন্নয়নশীল দেশগুলোর শাসনব্যবস্থা ও নীতি নিয়ে জোরালো আলোচনা শুরু করে। তখনই তারা সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
🔹 UNDP-এর সংজ্ঞা অনুযায়ী:
“একটি দেশের সামগ্রিক কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়, তাকেই সুশাসন বলা হয়।”
(Good Governance is the exercise of economic, political and administrative authority to manage a country’s affairs at all levels – UNDP, 1997)
UNDP-এর মতে সুশাসনের ৯টি মূল উপাদান
-
স্বচ্ছতা (Transparency)
-
আইনের শাসন (Rule of Law)
-
সকলের অংশগ্রহণ (Participation)
-
সংবেদনশীলতা (Responsiveness)
-
সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য (Consensus Oriented)
-
সমতা (Equity)
-
ন্যায্যতা (Fairness/Effectiveness)
-
জবাবদিহিতা (Accountability)
-
কৌশলগত লক্ষ্য/দূরদৃষ্টি (Strategic Vision)
উৎস: UNDP অফিসিয়াল ওয়েবসাইট (1997, Governance Policy Paper)
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংক ২০০০ সালে সুশাসনের কতটি স্তম্ভের কথা বলেছে?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
বিশ্বব্যাংক ও সুশাসন সংক্রান্ত মূল তথ্য নিম্নরূপ:
-
'সুশাসন' ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত।
-
১৯৮৯ সালে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় প্রথমবার ‘সুশাসন’ (Good Governance) শব্দটি ব্যবহার করা হয়।
-
সমীক্ষায় দেখানো হয়েছে যে, উন্নয়নশীল দেশের অনুন্নয়ন সুশাসনের অভাবের কারণে ঘটে।
-
বিশ্বব্যাংক ও UNDP মনে করে, সুশাসনের মাধ্যমে নাগরিকরা তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে এবং অধিকার ভোগ করতে পারে।
-
একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে টেকসই উন্নয়ন সম্ভব।
-
১৯৯৪ সালে বিশ্ব ব্যাংক সংজ্ঞা দিয়েছে: ‘‘সার্বিক উন্নয়নের লক্ষ্যে দেশের **সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই গভর্নেন্স।’’
সুশাসনের চারটি প্রধান স্তম্ভ (২০০০, বিশ্বব্যাংক অনুযায়ী)
১. দায়িত্বশীলতা (Accountability)
২. স্বচ্ছতা (Transparency)
৩. আইনি কাঠামো (Rule of Law)
৪. অংশগ্রহণ (Participation)
0
Updated: 1 month ago