What is the plural form of 'sheep’?
A
sheeps
B
sheep
C
sheepes
D
sheepses
উত্তরের বিবরণ
Sheep শব্দের Singular ও Plural একই। এটি একটি বিশেষ ধরনের noun যা একবচন বা বহুবচন উভয়েই একই রূপে ব্যবহৃত হয়।
-
Word: Sheep
-
Plural: Sheep
-
Meaning:
-
একটি পোষ্য স্তন্যপায়ী প্রাণী যার ঘন উলের আবরণ থাকে এবং সাধারণত পুরুষের শিং বেঁকে থাকে।
-
বন্য প্রাণী যা এই প্রজাতির সাথে সম্পর্কিত, যেমন আরগালি, বিঘর্ন, ভারতীয় ভেরাল, এবং উরিয়াল।
-
মানুষের সাথে প্রযোজ্য, যারা খুব সহজে প্রভাবিত হয় বা অন্যের দ্বারা পরিচালিত হয়।
-
একজন ব্যক্তি, যাকে ঈশ্বরের সুরক্ষিত অনুসারী হিসেবে বিবেচনা করা হয়।
-
0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 2 months ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago
I saw ____ beggar.
Created: 1 week ago
A
an one-eyed
B
an one-eye
C
a one-eye
D
a one-eyed
0
Updated: 1 week ago
Choose the antonym of the idiom “A close shave”:
Created: 1 month ago
A
Safe passage
B
Narrow escape
C
Brush with danger
D
Hairbreadth escape
• The antonym of the idiom "A close shave" is - Safe passage.
• A close shave (idiom)
English Meaning: a situation in which someone only just manages to avoid an accident or dangerous situation.
Bangla Meaning: অল্পের জন্য রক্ষা পাওয়া; সামান্য ব্যবধানে বিপদ থেকে বেঁচে যাওয়া।
Example Sentence:
- He had a close shave when the car nearly hit him.
অপশন আলোচনা:
- Safe passage - নিরাপদ যাত্রা; বিপদমুক্ত অবস্থা।
- Narrow escape - অল্পের জন্য রক্ষা।
- Brush with danger - বিপদের সঙ্গে মুখোমুখি হওয়া।
- Hairbreadth escape - অল্প ব্যবধানে রক্ষা পাওয়া।
0
Updated: 1 month ago