What is the plural form of 'sheep’?
A
sheeps
B
sheep
C
sheepes
D
sheepses
উত্তরের বিবরণ
Sheep শব্দের Singular ও Plural একই। এটি একটি বিশেষ ধরনের noun যা একবচন বা বহুবচন উভয়েই একই রূপে ব্যবহৃত হয়।
-
Word: Sheep
-
Plural: Sheep
-
Meaning:
-
একটি পোষ্য স্তন্যপায়ী প্রাণী যার ঘন উলের আবরণ থাকে এবং সাধারণত পুরুষের শিং বেঁকে থাকে।
-
বন্য প্রাণী যা এই প্রজাতির সাথে সম্পর্কিত, যেমন আরগালি, বিঘর্ন, ভারতীয় ভেরাল, এবং উরিয়াল।
-
মানুষের সাথে প্রযোজ্য, যারা খুব সহজে প্রভাবিত হয় বা অন্যের দ্বারা পরিচালিত হয়।
-
একজন ব্যক্তি, যাকে ঈশ্বরের সুরক্ষিত অনুসারী হিসেবে বিবেচনা করা হয়।
-

0
Updated: 11 hours ago
The ceiling was embellished ____ flowers and leaves.
Created: 1 week ago
A
of
B
in
C
on
D
with
Complete Sentence:
The ceiling was embellished with flowers and leaves.
Embellish
-
English Meaning: to make something more beautiful by adding something to it.
-
Bangla Meaning: সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।
Embellished [with]
-
"অলংকৃত করা" অর্থে Embellished এর সাথে সবসময় with preposition ব্যবহৃত হয়।
-
তাই শূন্যস্থানে with বসানোই সঠিক।
Source:
-
Accessible Dictionary
-
Cambridge Dictionary

0
Updated: 1 week ago
Don’t ever ______ back to your teachers; it can hurt your reputation.
Created: 1 week ago
A
talk
B
had
C
had talked
D
talks
• সঠিক উত্তর হল ক) talk.
- উল্লিখিত বাক্যটি Imperative Sentence হওয়ায় verb এর base form হয়েছে।
- এখানে verb হচ্ছে talk.
• Talk back (to somebody)
English meaning: rude remarks made when answering someone in authority.
Bangla meaning: (প্রায়ই answer back) স্পর্ধার সঙ্গে জবাব দেওয়া।
• Complete sentence: Don’t ever talk back to your teachers; it can hurt your reputation.
Source: Cambridge and Accessible Dictionary.

0
Updated: 1 week ago
Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
Created: 2 weeks ago
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।

0
Updated: 2 weeks ago