আবদুল্লাহ আল-মুতী প্রকাশিত প্রথম বইয়ের নাম -
A
বিজ্ঞান-জিজ্ঞাসা
B
এ যুগের বিজ্ঞান
C
এসো বিজ্ঞানের রাজ্যে
D
বিজ্ঞান ও মানুষ
উত্তরের বিবরণ
আবদুল্লাহ আল-মুতীর পূর্ণ নাম আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন। তিনি ছিলেন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও প্রশাসক। ১৯৩০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে তাঁর জন্ম। তিনি বাংলা একাডেমী প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষের প্রধান সম্পাদক ছিলেন এবং শিশু-কিশোরদের জন্য ‘মুকুল’ নামে ছোটদের ম্যাগাজিন সম্পাদনা করেন। তিনি বাংলাদেশে ছোটদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত। তাঁর প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ ও শিক্ষাবিষয়ক বইয়ের সংখ্যা ২৮টি। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম "এসো বিজ্ঞানের রাজ্যে"।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
-
আবিষ্কারের নেশায়
-
বিজ্ঞান ও মানুষ
-
এ যুগের বিজ্ঞান
-
বিপন্ন পরিবেশ
-
বিজ্ঞান-জিজ্ঞাসা
-
সাগরের রহস্যপুরী
-
মেঘ বৃষ্টি রোদ
-
পরিবেশের সংকট ঘনিয়ে আসছে
-
তারার দেশের হাতছানি

0
Updated: 12 hours ago
'মুকুল' নামে ছোটদের ম্যাগাজিনের সম্পাদনা করেন-
Created: 1 week ago
A
আব্দুল্লাহ আল-মুতী
B
আব্দুল হাই
C
এস ওয়াজেদ আলি
D
কাজী আব্দুল ওদুদ
আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দিন
-
তিনি জনপ্রিয় বিজ্ঞান লেখক।
-
‘মুকুল’ নামে ছোটদের ম্যাগাজিনের সম্পাদক ছিলেন।
-
এছাড়াও বাংলা একাডেমি প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষের প্রধান সম্পাদক ছিলেন।
জীবন ও অবদান:
-
জন্ম: ১৯৩০ সালের ১ জানুয়ারি, সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে।
-
বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
-
ছোটদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার পথিকৃৎ।
-
প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ ও শিক্ষাবিষয়ক বইয়ের সংখ্যা ২৮টি।
-
প্রথম প্রকাশিত বই: ‘এসো বিজ্ঞানের রাজ্যে’।
উল্লেখযোগ্য রচিত বই:
-
আবিষ্কারের নেশায়
-
বিজ্ঞান ও মানুষ
-
সাগরের রহস্যপুরী
-
তারার দেশের হাতছানি
-
বিজ্ঞানের বিস্ময়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago