'রেখাচিত্র' দিনলিপি রচনা করেন কে?
A
আব্দুল মান্নান সৈয়দ
B
অদ্বৈত মল্লবর্মণ
C
আবুল ফজল
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
‘রেখাচিত্র’ আবুল ফজল রচিত একটি দিনলিপি। এই গ্রন্থের জন্য তিনি ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
-
আবুল ফজল ১ জুলাই ১৯০৩ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি একজন সাহিত্যিক এবং মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার ছিলেন।
-
‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে মুক্তচিন্তার পথ প্রসারিত করেন।
-
এ আন্দোলনের মুখপত্র ছিল ‘শিখা’ পত্রিকা, যার ৫ম সংখ্যা তিনি সম্পাদনা করেন।
-
তিনি মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী নামে পরিচিত।
-
আবুল ফজল ১৯৮৩ সালের ৪ মে মৃত্যুবরণ করেন।
0
Updated: 1 month ago
“একুশ মানে মাথা নত না করা” - এই অমর পঙ্ক্তির রচয়িতা -
Created: 1 week ago
A
আবদুল গাফফার চৌধুরী
B
আবুল ফজল
C
মুনীর চৌধুরী
D
সিরাজুল ইসলাম চৌধুরী
আবুল ফজল, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক, ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন এবং ১৯৩০ সালে এর সম্পাদক হন। শিক্ষাজীবনে তিনি বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষকতা করেছেন। চট্টগ্রাম কলেজে শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় তিনি ভাষা আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বিখ্যাত উক্তি ‘একুশ মানে মাথা নত না করা’ তাঁর ভাষা আন্দোলনের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আবুল ফজলের ভূমিকা ছিল অগ্রগণ্য। ষাটের দশকে পাকিস্তান সরকার রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করলে তিনি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, ‘রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার মতো সামর্থ্য পাকিস্তান কেন, সমগ্র ভূমণ্ডলেরও নেই’।
আবুল ফজল উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনি ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন। তাঁর প্রকাশিত সাহিত্যকর্মগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
রাজনীতি ও রাজনীতিবিদ বিষয়ক প্রবন্ধ: একুশ মানে মাথা নত না করা,
-
উপন্যাস: চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত,
-
গল্পগ্রন্থ: মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা,
-
দিনলিপি: রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি।
আবুল ফজল তাঁর সাহিত্যে বিভিন্ন সমাজ-রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ের ওপর আলোকপাত করেছেন, যা তাকে বাংলা সাহিত্যের একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
0
Updated: 1 week ago
আবুল ফজলের ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা?
Created: 1 week ago
A
আত্মজীবনী
B
ভ্রমণ কাহিনী
C
উপন্যাস
D
কাব্য
0
Updated: 1 week ago
আবুল ফজল রচিত দিনলিপি কোনটি?
Created: 1 month ago
A
চৌচির
B
রেখাচিত্র
C
মাটির পৃথিবী
D
প্রদীপ ও পতঙ্গ
ChatGPT said:
0
Updated: 1 month ago