'রেখাচিত্র' দিনলিপি রচনা করেন কে?
A
আব্দুল মান্নান সৈয়দ
B
অদ্বৈত মল্লবর্মণ
C
আবুল ফজল
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
‘রেখাচিত্র’ আবুল ফজল রচিত একটি দিনলিপি। এই গ্রন্থের জন্য তিনি ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
-
আবুল ফজল ১ জুলাই ১৯০৩ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি একজন সাহিত্যিক এবং মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার ছিলেন।
-
‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে মুক্তচিন্তার পথ প্রসারিত করেন।
-
এ আন্দোলনের মুখপত্র ছিল ‘শিখা’ পত্রিকা, যার ৫ম সংখ্যা তিনি সম্পাদনা করেন।
-
তিনি মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী নামে পরিচিত।
-
আবুল ফজল ১৯৮৩ সালের ৪ মে মৃত্যুবরণ করেন।

0
Updated: 12 hours ago
আবুল ফজল রচিত দিনলিপি কোনটি?
Created: 1 week ago
A
চৌচির
B
রেখাচিত্র
C
মাটির পৃথিবী
D
প্রদীপ ও পতঙ্গ
ChatGPT said:

0
Updated: 1 week ago