'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' - পংক্তিটির রচয়িতা-

A

বিদ্যাপতি

B

রবীন্দ্রনাথ ঠাকুর

C

গােবিন্দদাস

D

কৃষ্ণদাস কবিরাজ

উত্তরের বিবরণ

img

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী—তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ-সংস্কারক। প্রধানত কবি হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।

  • রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়।

  • তিনি রচিত ‘গীতাঞ্জলি’ অবলম্বনে ইংরেজি অনুবাদ ‘Song Offerings’ ১৯১২ সালে প্রকাশিত হয়।

  • নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ‘গীতাঞ্জলি’ জন্য নয়, বরং ইংরেজি অনুবাদ ‘Song Offerings’ এর জন্য।

  • ব্রিটিশ সরকার ১৯১৫ সালে তাকে নাইটহুড উপাধি প্রদান করে।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তাকে ডি. লিট্ উপাধি প্রদান করে।

আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী রচনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

  • পদাবলী নিয়ে তার রচিত কাব্যের নাম ‘ভানুসিংহের পদাবলী’, যার বেশির ভাগ পদ ব্রজবুলি ভাষায় রচিত।

  • গ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।

  • এর অন্তর্গত একটি লেখা: ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান! মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট রক্ত কমল কর.......’

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়? 

Created: 2 months ago

A

"কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?" 

B

"অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।" 

C

"প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে?" 

D

"কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে।"

Unfavorite

0

Updated: 2 months ago

শুদ্ধ বাক্য নয় কোনটি?

Created: 1 month ago

A

বিদ্বান হলেও তার কোনাে অহংকার নেই।

B

ইশ! যদি পাখির মত পাখা পেতাম।

C

অকারণে ঋণ করিও না।

D

হয়তাে সােহমা আসতে পারে।

Unfavorite

0

Updated: 1 month ago

নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?

Created: 1 month ago

A

কাজী আবদুল ওদুদ

B

এস ওয়াজেদ আলি

C

আবুল ফজল

D

আবদুল কাদি

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD