নৈতিকতার উৎপত্তি ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ থেকে এসেছে— কে এই মত দেন?
A
B
জোনাথান হেইট
C
জন রলস
D
প্লেটো
উত্তরের বিবরণ
নৈতিকতা
-
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
-
নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয় এবং এটি মানবমনের উচ্চ গুণাবলি।
-
নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত।
-
ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকেই নৈতিকতার বিকাশ ঘটে।
গুরুত্বপূর্ণ কিছু প্রামাণ্য সংজ্ঞা
-
সক্রেটিস বলেছেন: “সৎ গুণই জ্ঞান (Virtue is knowledge)।” তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বোধের উৎস হলো জ্ঞান (knowledge) আর অন্যায়বোধের উৎস হলো অজ্ঞতা (ignorance)।
-
জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন: “ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ—এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।”

0
Updated: 11 hours ago
সুশাসন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
Created: 20 hours ago
A
বারাক ওবামা
B
জিম ইয়ং কিম
C
D
বারবার কোনাবল
সুশাসন (Good Governance)
-
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম সুশাসন (Good Governance) শব্দটি ব্যবহার করেন।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংক প্রথমবারের মতো সুশাসন প্রত্যয় ব্যবহার করে।
-
ল্যান্ডেল মিল (Landell Mill) বলেন, “সুশাসন একটি জাতির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জনপ্রশাসন ও আইনী কাঠামোর মধ্যে এটি কিভাবে কাজ করে তা জানায়।”
-
মিশেল ক্যামডেসাস এর মতে: “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।”

0
Updated: 20 hours ago
শিশুরা কোথায় থেকে সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়?
Created: 11 hours ago
A
গণমাধ্যম
B
বিদ্যালয়
C
সমাজ
D
পরিবার
নৈতিক মূল্যবোধ
-
শিশু তার পরিবার থেকেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়।
-
নৈতিক মূল্যবোধ মানুষের আচরণ, মনোভাব ও চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক।
-
এটি নীতি ও উচিত-অনুচিত বোধ থেকে উৎসারিত হয়।
-
নৈতিক মূল্যবোধের উদাহরণ:
-
সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা
-
অন্যায়কে অন্যায় বলা ও অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা
-
অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা
-
দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য করা
-
অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত করতে সাহায্য করা
-

0
Updated: 11 hours ago
সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান সোপান কোনটি?
Created: 4 days ago
A
আত্মসংযম
B
শৃঙ্খলাবোধ
C
দায়িত্বশীলতা
D
ন্যায়বিচার
শৃঙ্খলাবোধ সমাজ ও রাষ্ট্রীয় জীবনে উন্নতি ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। এটি শুধু সামাজিক স্থিতিশীলতাই নিশ্চিত করে না, বরং জাতীয় উন্নয়নের জন্যও অপরিহার্য।
-
সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান সোপান হলো শৃঙ্খলাবোধ।
-
যে জাতি যত বেশি সুশৃঙ্খল, সেই জাতি তত বেশি উন্নত।
-
সমাজে বিশৃঙ্খলা দেখা দিলে ব্যক্তির নিরাপত্তাহীনতা বৃদ্ধি পায় এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়।
-
পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত ও কলকারখানাসহ সর্বত্র শৃঙ্খলার প্রয়োজন।
-
শৃঙ্খলা মানুষের মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করে এবং সমাজজীবনকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়।

0
Updated: 4 days ago