নিচের কোনটি উপন্যাস নয়?
A
দিবারাত্রির কাব্য
B
শেষের কবিতা
C
পল্লী-সমাজ
D
কবিতার কথা
উত্তরের বিবরণ
কবিতার কথা, শেষের কবিতা, দিবারাত্রির কাব্য ও পল্লী-সমাজ—allই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা তাদের প্রকাশকাল, রচয়িতা ও মূল চরিত্রের দিক থেকে আলাদা। প্রতিটি গ্রন্থের তথ্য নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
-
কবিতার কথা: জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ। এটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। গ্রন্থের বিখ্যাত উক্তি হলো: "সকলেই কবি নন, কেউ কেউ কবি"।
-
শেষের কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। এটি কাব্যোপন্যাস হিসেবেও পরিচিত। মূল চরিত্রগুলো হলো অমিত, লাবণ্য, কেতকী প্রমুখ।
-
দিবারাত্রির কাব্য: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস, যা ১৯৩৫ সালে প্রকাশিত হয়। প্রধান চরিত্রগুলো হলো হেরম্ব ও আনন্দ।
-
পল্লী-সমাজ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়। এর আগে এটি “ভারতবর্ষ” পত্রিকায় ১৯১৫ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রধান চরিত্রগুলো হলো রমা, রমেশ, বেণী ও বলরাম।
0
Updated: 1 month ago
'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 5 months ago
A
জহির রায়হান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
মানিক বন্দোপাধ্যায়
D
সৈয়দ শামসুল হক
জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। বিশেষত ১৯৫৫ সালের ২১শে ফেব্রুয়ারি উদযাপনের অভিজ্ঞতা ও তার প্রভাব এই উপন্যাসে প্রতিফলিত হয়েছে।
-
প্রকাশকাল: ১৯৬৮
-
বিষয়বস্তু: ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ এবং ১৯৫৫ পর্যন্ত ভাষা আন্দোলনের ধারা, ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক চেতনা, প্রেম-ভালোবাসা ইত্যাদি উপন্যাসের মূল বিষয়।
-
একটি উল্লেখযোগ্য সংলাপ: “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।”
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫, মজিপুর গ্রাম, ফেনী জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: লেখক, চলচ্চিত্র নির্মাতা
-
উল্লেখযোগ্য পুরস্কার: হাজার বছর ধরে উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন।
জহির রায়হানের উপন্যাসসমূহ
-
শেষ বিকেলের মেয়ে
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কত দিন
-
কয়েকটি মৃত্যু
Stop Genocide (প্রামাণ্যচিত্র)-
Let There Be Light (ইংরেজি ভাষায়)
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
সঙ্গম
-
জীবন থেকে নেয়া
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
0
Updated: 5 months ago
'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত
Created: 3 months ago
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
প্রবন্ধ গ্রন্থ
D
নাটক
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'সুলতানার স্বপ্ন', 'পদ্মরাগ'। তাঁর রচিত গদ্যগ্রন্থ হলো মতিচুর, অবরোধবাসিনী।
0
Updated: 3 months ago
'যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।' বিখ্যাত উক্তিটি কার?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
প্রমথ চৌধুরী
C
সুফিয়া কামাল
D
মোতাহের হোসেন চৌধুরী
প্রমথ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত সাহিত্যিক এবং চলিত গদ্যরীতির প্রবর্তক। তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন এবং সাহিত্যিক ছদ্মনাম ‘বীরবল’ ব্যবহার করতেন। তাঁর সাহিত্যকর্মে বিদ্যমান চিন্তা ও দর্শন তাঁর বিখ্যাত উক্তিগুলোতেও প্রতিফলিত হয়েছে।
প্রমথ চৌধুরীর বিখ্যাত উক্তি:
-
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
-
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে।
-
আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক।
-
সাহিত্যে মানবত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে।
-
যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা।
-
যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।
প্রমথ চৌধুরীর সাহিত্যকর্ম ও অবদান:
-
প্রথম চলিত রীতির প্রয়োগ করেছেন ‘বীরবলের হালখাতা’ (১৯০২, ভারতী পত্রিকা)
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক
-
সম্পাদনা করেছেন ‘সবুজপত্র’ পত্রিকা
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ ইত্যাদি
রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
উৎস:
0
Updated: 1 month ago