নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
A
বিষের বাঁশী
B
অগ্নি-বীণা
C
সিন্ধু-হিন্দোল
D
চক্রবাক
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের কাব্যে উদারনৈতিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের চিত্র বিশেষভাবে প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা এবং বিষের বাঁশী-এ।
এই কাব্যগ্রন্থগুলোতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ভিন্নতা সহিষ্ণুতা, মানবিক সাম্য এবং উদারনৈতিক চেতনার প্রতিফলন লক্ষ্য করা যায়।
নজরুলের কবিতা ব্যক্তিস্বাধীনতার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধের ভাবনাকে গুরুত্ব দেয়।
অগ্নিবীণা কাব্যগ্রন্থের বৈশিষ্ট্যসমূহ:
-
উদারতাবাদ: শব্দটির ইংরেজি Liberalism, লাতিন শব্দ liberalis থেকে উদ্ভূত।
-
উদারনীতিবাদের সাধারণ অর্থ হলো ব্যক্তিস্বাধীনতার নীতি প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে দাঁড়ানো।
-
প্রকাশকাল ও প্রেক্ষাপট: প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত; প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা।
-
কাব্যের মূল বিষয়বস্তু: সামাজিক ও রাজনৈতিক দ্রোহ, ধর্মীয় সহিষ্ণুতা, মানবিক সাম্য এবং উদারনৈতিক মানবতাবোধ।
-
উল্লেখযোগ্য কবিতা: 'বিদ্রোহী', 'আগমনী'।
-
কাব্যের ১২টি কবিতার মধ্যে: ৭টি ইসলামী ঐতিহ্যভিত্তিক, ৩টি বিশুদ্ধ হিন্দু ঐতিহ্যভিত্তিক, এবং ২টি হিন্দু-মুসলিম মিশ্র ঐতিহ্যভিত্তিক।
-
ইসলামী ঐতিহ্য: খোদার আসন, আরশ ছেদিয়া, বোররাক, জিব্রাইল, হাবিয়া-দোযখ ইত্যাদি।
-
হিন্দু ঐতিহ্য: নটরাজ ধূর্জটি, হােমশিখা, জমদগ্নি, ইন্দ্রানী, কৃষ্ণ-কন্ঠ, ব্যোমকেশ, ইশান, শ্যাম, বিষ্ণু, পরশুরাম, বলরাম, ভৃগু ইত্যাদি শব্দ ব্যবহার।
অগ্নিবীণা কাব্যের কবিতাগুলো বিষয়ভিত্তিক চার ভাগে বিভক্ত করা যায়:
-
দ্রোহ, বিপ্লব ও আমিত্ব: প্রলয়োল্লাস, বিদ্রোহী, ধূমকেতু
-
সময় ও যুদ্ধ: কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব
-
মুসলিম ঐতিহ্য: মোহররম, কোরবানী, খেয়াপারের তরণী
-
হিন্দু ঐতিহ্য: রক্তাম্বরধারিণী মা, আগমনী
বিষের বাঁশী কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য:
-
প্রকাশকাল: ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণে (আগস্ট, ১৯২৪)
-
প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ; নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৭শে এপ্রিল।
-
কবিতাগুলো উদারনৈতিক ঐতিহ্য, সামাজিক সচেতনতা, মানবিকতা এবং বিপ্লবী চেতনার বহিঃপ্রকাশ।
-
উল্লেখযোগ্য কবিতা: বন্দী-বন্দনা, উদ্বোধন, উৎসর্গ, চরকার গান, জাতের বজ্জাতি, বন্দনা-গান, বিদ্রোহীর বাণী, মুক্ত-পিঞ্জর, যুগান্তরের গান, শিকল-পরার গান।
পরিশেষে বলা যায়, 'বিষের বাঁশী' কাব্যগ্রন্থ মূলত সামাজিক দ্রোহ ও বিপ্লবী চেতনার মাধ্যমে উদারনৈতিক ভাবনার প্রতিফলন ঘটায়, যেখানে 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে নজরুলের উদারনৈতিক ও মানবতাবাদী চেতনার গভীরতা এবং বিস্তৃত প্রকাশ লক্ষ্য করা যায়।
অতিরিক্ত তথ্য:
-
কাজী নজরুল ইসলামের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
সিন্ধু হিন্দোল: প্রেমের কবিতা ও গান, প্রকাশিত ১৯২৮ খ্রিস্টাব্দে।
-
চক্রবাক: প্রেমের কবিতা ও গান, প্রকাশিত ১৯২৯ খ্রিস্টাব্দে।
-

0
Updated: 13 hours ago
'বিদ্রোহী’ - কবিতার প্রথম চরণ কোনটি?
Created: 1 week ago
A
বল উন্নত মম শির
B
বিদ্রোহী রণক্লান্ত
C
বল বীর
D
আমি চির-উন্নত শির
কাজী নজরুল ইসলাম (১৮৯৯–১৯৭৬)
জীবন ও পরিচিতি:
জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত
ছেলেবেলা: লেটো গানের দলে যোগ
শিক্ষা: বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুল
১৯১৭: সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ → করাচি
‘বিদ্রোহী’ কবিতা
গ্রন্থ: অগ্নিবীণা (দ্বিতীয় কবিতা)
প্রকাশ: ২২ পৌষ ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২), সাপ্তাহিক বিজলী পত্রিকায়
কবিতার বিষয়: বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
নজরুল শুধুমাত্র ‘বিদ্রোহী’ কবিতার জন্যই চিরকালের বিদ্রোহী কবি খ্যাত
কবিতার অংশ:
বল বীর
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
বাংলা সাহিত্য, ৯ম-১০ম শ্রেণি

0
Updated: 1 week ago
'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 4 weeks ago
A
ভাঙার গান
B
দোলনচাঁপা
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
অগ্নিবীণা (কাজী নজরুল ইসলাম)
-
প্রকাশ: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
-
বিশেষত্ব:
-
কাব্যের জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’
-
‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল হন বিদ্রোহী কবি নামে পরিচিত
-
-
প্রথম কবিতা: প্রলয়োল্লাস
-
উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
-
মোট কবিতা: ১২টি
কবিতার তালিকা
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ারা
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম

0
Updated: 4 weeks ago
বাংলা সাহিত্যে পত্রোপন্যাসের জনক কে?
Created: 1 month ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কাজী নজরুল ইসলাম
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁধন-হারা
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস
-
প্রকাশিত: ১৩৩৪ বঙ্গাব্দে
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত
-
প্রধান চরিত্র: নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বিদ্রোহী কবি; আধুনিক বাংলা গানের জগতে বুলবুল
রচিত উপন্যাস: বাঁধন-হারা, কুহেলিকা, মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণীমনসা, জিঞ্জির, প্রলয় শিখা, সন্ধ্যা

0
Updated: 1 month ago