নিচের কোন বাক্যটি প্রয়ােগগত দিক থেকে শুদ্ধ?
A
আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
B
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
C
তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
D
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।
উত্তরের বিবরণ
প্রশ্নের অপশন গ) তে থাকা বাক্য "তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।" পুরোপুরি শুদ্ধ এবং প্রয়োগের দিক থেকে সঠিক। অন্যান্য অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ নিম্নরূপ:
-
অশুদ্ধ: আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
শুদ্ধ: আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই। -
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত। -
অশুদ্ধ: সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
শুদ্ধ: সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
0
Updated: 1 month ago
নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
Created: 2 months ago
A
ড্যাস
B
কোলন
C
সেমিকোলন
D
হাইফেন
হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়।
0
Updated: 2 months ago
‘বীণাপাণি’ সমস্তপদটি কোন সমাস?
Created: 1 month ago
A
ব্যধিকরণে বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
মধ্যপদলোপী বহুব্রীহি
D
অলুক বহুব্রীহি
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।
0
Updated: 1 month ago
বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
B
বাক্য সংকোচনের জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্যকে অলংকৃত করার জন্য
বিরাম চিহ্ন ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। আমরা যখন কথা বলি তখন সবগুলো বাক্য একযোগে না বলে থেমে থেমে বলি।
অনেক সময় আবেগ প্রকাশ করি। কিন্তু বাক্য লিখে প্রকাশ করার সময় বিরতি ও আবেগ নির্দেশ করতে যতিচিহ্নের প্রয়োজন হয়। বাক্যে যতিচিহ্নের অশুদ্ধ ব্যবহার ক্ষেত্রবিশেষে অর্থবিকৃতি ঘটাতে পারে।
0
Updated: 2 months ago