কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?
A
জানিবার ইচ্ছা
B
জয় করিবার ইচ্ছা
C
হনন করিবার ইচ্ছা
D
যুদ্ধ করিবার ইচ্ছা
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের মানসিক প্রবণতা ও ইচ্ছার প্রকাশ ঘটে। এসব শব্দের ভিন্ন ভিন্ন অর্থ আমাদের চিন্তা ও ভাষা ব্যবহারে বিশেষ ভূমিকা রাখে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ তুলে ধরা হলো।
-
জিগীষা (বিশেষ্য) – জয়লাভ বা সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা
-
জিজীবিষা (বিশেষ্য) – জীবিত থাকার বা টিকে থাকার প্রবল আকাঙ্ক্ষা
-
জিজ্ঞাসা (বিশেষ্য) – জানার ইচ্ছা বা কৌতূহল
-
জিঘাংসা (বিশেষ্য) – বধ বা হনন করার মানসিক ইচ্ছা
-
যুযুৎসা (বিশেষ্য) – যুদ্ধ করার প্রবণতা বা অভিলাষ
0
Updated: 1 month ago
‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
(উৎস:
0
Updated: 1 month ago
কোনটি বস্তু-বিশেষ্য?
Created: 1 month ago
A
বই
B
ফুল
C
গরু
D
ইত্তেফাক
বস্তু-বিশেষ্য হলো সেই শব্দ যা কোনো দ্রব্য বা বস্তুর নাম প্রকাশ করে।
-
উদাহরণ: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি
-
অন্যান্য প্রকার:
-
নাম-বিশেষ্য: ইত্তেফাক
-
জাতি-বিশেষ্য: গরু, ফুল
-
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধভিত্তিক "নিষিদ্ধ লোবান" উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
Created: 2 months ago
A
ওঙ্কার
B
যাত্রা
C
গেরিলা
D
কুল নাই কিনারা নাই
‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস
-
লেখক: সৈয়দ শামসুল হক
-
প্রকাশকাল: ১৯৮১
-
বিষয়বস্তু: মুক্তিযুদ্ধভিত্তিক, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতন, লিবিডো ক্রিয়া, লালসা ও রিরংসাবৃত্তি।
-
চলচ্চিত্রে রূপান্তর: ‘গেরিলা’ সিনেমা নির্মিত হয়েছে এই উপন্যাস অবলম্বনে।
কাহিনি সংক্ষেপ
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিলকিস, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে তার পিতামাতা, ভাইবোন ও আত্মীয়স্বজন হারায়।
-
তার স্বামী নিখোঁজ হয়ে যায়।
-
ঘটনার সূত্র ধরে পরিচয় হয় প্রদীপকুমার/সিরাজের সঙ্গে।
-
পাকিস্তানি সৈন্যরা নিহত মুক্তিযোদ্ধাদের লাশ দাফনের নিষেধাজ্ঞা জারি করে।
-
বিলকিস ও তার সহযোগীরা রাতের অন্ধকারে লাশগুলো দাফন করতে গেলে পাকিস্তানি মিলিটারির হাতে ধরা পড়ে।
-
এর পরও বিলকিস প্রতিবাদে অবিচল থাকে, যা তার দৃঢ় চরিত্র এবং স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ।
উৎস: ‘নিষিদ্ধ লোবান’, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago