A
to dilute
B
wait impatiently
C
repeat
D
waste time
উত্তরের বিবরণ
Dilly-dally
English Meaning:
To delay unnecessarily or waste time, often due to indecisiveness or moving too slowly.
Bangla Meaning:
সময় নষ্ট করা, বিশেষত ধীরগতিতে কাজ করার কারণে অথবা সিদ্ধান্ত নিতে না পারার ফলে।
নিচের অপশনগুলোর মধ্যে কোনটি Dilly-dally শব্দটির অর্থের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ?
১) to dilute – (প্রধানত জল মিশিয়ে) কোনো তরল পদার্থকে পাতলা করা।
২) wait in patiently – ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা।
৩) repeat – পুনরাবৃত্তি করা; আবার বলা বা করা।
৪) waste time – সময় অপচয় করা।
সঠিক উত্তর: waste time
বিশ্লেষণ অনুযায়ী দেখা যাচ্ছে যে, ‘Dilly-dally’ শব্দটি মূলত সময় অপচয় বা দেরি করার অর্থ প্রকাশ করে, যা “waste time” অপশনের সঙ্গে অর্থের দিক থেকে সবচেয়ে বেশি মিল রয়েছে।
উদাহরণ:
Ex. Sentence:
"Don't dilly-dally – just get your bags and let's go!"
Bangla Translation:
"সময় নষ্ট কোরো না – ব্যাগ নাও আর চলো যাই!"
তথ্যসূত্র:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Live MCQ Lecture

0
Updated: 4 weeks ago