'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?
A
পর্তুগিজ
B
হিন্দি
C
গুজরাটি
D
ফরাসি
উত্তরের বিবরণ
হরতাল (বিশেষ্য) শব্দটির উৎপত্তি গুজরাটি ভাষা থেকে। বাংলায় এ শব্দটি মূলত সামাজিক, রাজনৈতিক বা শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শব্দটির অর্থ বিভিন্ন দিক থেকে বোঝানো যায়।
-
প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট
-
দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহূত ধর্মঘট
-
বন্ধ বা সার্বজনীন কর্মবিরতি
0
Updated: 1 month ago
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
একই স্বভাবের দোষে দোষী
B
বাইরের বিপদ ঘরে টেনে আনা
C
একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেয়া
D
কষ্টের ওপর আরো কষ্ট
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদের অর্থ হলো একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেওয়া। এ ধরনের আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
এক ক্ষুরে মাথা কামানো: একই স্বভাবের দোষে দোষী
-
খাল কেটে কুমির আনা: বাইরের বিপদ ঘরে টেনে আনা
-
গোদের ওপরে বিষফোঁড়া: কষ্টের ওপর আরও কষ্ট
উৎস:
0
Updated: 1 month ago
'গত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
Created: 1 month ago
A
√গত্ + অ
B
√গৃ + ক্ত
C
√গম্ + ক্ত
D
√গৃ + অত
বাংলা ভাষায় শব্দগঠন প্রক্রিয়ায় কৃৎ-প্রত্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষভাবে ক্ত (ক্ত) প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনে ব্যবহৃত হয়। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
'গত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: √গম্ + ক্ত
-
সূত্র: ক্ত প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হলে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে।
-
উদাহরণ:
-
√গম্ + ক্ত → গত
-
√গ্রন্থ + ক্ত → গ্রথিত
-
√চুর্ + ক্ত → চূর্ণ
-
√দা + ক্ত → দত্ত
-
√দহ্ + ক্ত → দগ্ধ
-
উৎস:
0
Updated: 1 month ago
তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে 'না'-এর ব্যবহার কি অর্থে?
Created: 3 months ago
A
না-বাচক
B
হ্যাঁ-বাচক
C
প্রশ্নবোধক
D
বিস্ময়সূচক
তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে 'না'- প্রশ্নাত্মক/প্রশ্নবোধন অর্থে ব্যবহৃত হয়েছে।
• নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর:
নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি।
• সূত্র: নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে প্রশ্নাত্মক হবে না-বাচক, নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে প্রশ্নাত্মক হবে হ্যাঁ-বাচক। প্রথমটির ক্ষেত্রে বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক শব্দ যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক শব্দ বর্জন করে 'আর' প্রভৃতি বাক্যালঙ্কার শব্দের আগমন ঘটাতে হয়।
যেমন:
• নির্দেশাত্মক: দেশপ্রেমিককে সবাই ভালোবাসে।
• প্রশ্নাত্মক: দেশপ্রেমিককে কে না ভালোবাসে?
তেমনই,
• নির্দেশাত্মক: তুমি বলেছিলে আগামীকাল আসবে।
• প্রশ্নাত্মক: তুমি না বলেছিলে আগামীকাল আসবে?
• সূত্র: রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো 'কে', 'কি', 'কোথায়' ইত্যাদি প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে
হয়।
যেমন:
• নির্দেশাত্মক: কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না।
• প্রশ্নাত্মক: কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে?
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago