কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?
A
জানিবার ইচ্ছা
B
জয় করিবার ইচ্ছা
C
হনন করিবার ইচ্ছা
D
যুদ্ধ করিবার ইচ্ছা
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের মানসিক প্রবণতা ও ইচ্ছার প্রকাশ ঘটে। এসব শব্দের ভিন্ন ভিন্ন অর্থ আমাদের চিন্তা ও ভাষা ব্যবহারে বিশেষ ভূমিকা রাখে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ তুলে ধরা হলো।
-
জিগীষা (বিশেষ্য) – জয়লাভ বা সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা
-
জিজীবিষা (বিশেষ্য) – জীবিত থাকার বা টিকে থাকার প্রবল আকাঙ্ক্ষা
-
জিজ্ঞাসা (বিশেষ্য) – জানার ইচ্ছা বা কৌতূহল
-
জিঘাংসা (বিশেষ্য) – বধ বা হনন করার মানসিক ইচ্ছা
-
যুযুৎসা (বিশেষ্য) – যুদ্ধ করার প্রবণতা বা অভিলাষ

0
Updated: 14 hours ago
বাংলা স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
Created: 4 weeks ago
A
৮টি
B
১০টি
C
৪টি
D
৬টি
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ
-
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ: কার
-
স্বরবর্ণে কার আছে ১০টি
-
'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই → তাই 'অ' একটি নিলীন বর্ণ
-
-
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ: ফলা
-
ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬টি
-
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)

0
Updated: 4 weeks ago
’সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 5 days ago
A
সূর্য + ঊদয়
B
সূর্য + উদয
C
সূর্য + ঊদয
D
সূর্য + উদয়
’সূযোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = সূর্য+উদয় =(সূর্যোদয়)। - এটি একটি স্বরসন্ধির উদাহরণ। উল্লেখ্য, - স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন- - অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, - পরি + ঈক্ষা = পরীক্ষা; - মরু + উদ্যান = মরূদ্যান; - শুভ + ইচ্ছা = শুভেচ্ছা; - সূর্য + উদয় = সূর্যোদয়; - মহা + ঋষি = মহর্ষি; - শীত + ঋত = শীতার্ত; - জন + এক = জনৈক; - বন + ওষধি = বনৌষধি;

0
Updated: 5 days ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 weeks ago