'মৃত্তিকা দিয়ে তৈরি’ - কথাটি সংকোচন করলে হবে -
A
তন্ময়
B
মন্ময়
C
মৃন্ময়
D
চিন্ময়
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী মৃণ্ময় একটি বিশেষণ, যার অর্থ মাটির তৈরি। এটি একটি তৎসম শব্দ। নিচে এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো।
-
মৃত্তিকার দ্বারা নির্মিত – মৃণ্ময়
-
তৃণাচ্ছাদিত ভূমি – শ্বাদল
-
নীল বর্ণ পদ্ম – ইন্দিবর
-
বুকে হেঁটে গমন করে যে – উরগ

0
Updated: 15 hours ago
‘বীর সন্তান প্রসব করে যে নারী’ – এক কথায় তাকে কী বলে?
Created: 2 weeks ago
A
বীরপুত্র
B
রত্নগর্ভা
C
স্বর্ণমাতা
D
বীরপ্রসূ
‘বীর সন্তান প্রসব করে যে নারী’ – বীরপ্রসূ। যে নারীর হিংসা নেই = অনসূয়া। যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা। যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা। যে নারীর নতুন বিয়ে হয়েছে = নবোঢ়া। যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

0
Updated: 2 weeks ago
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 6 days ago
A
বিদীর্ণহৃদয়
B
হৃদয়বিদারক
C
হৃদয়গামী
D
হৃদয়ঙ্গম
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ হলো হৃদয়ঙ্গম।
-
হৃদয়ঙ্গম: যা সহজে হৃদয়ে পৌঁছায় বা হৃদয়ে ধারণ করা যায়।
-
অন্যান্য সমজাতীয় এক কথায় প্রকাশ:
-
যার সর্বস্ব চুরি গেছে - হৃতসর্বস্ব
-
যা হৃদয় বিদীর্ণ করে - হৃদয়বিদারক
-
যার হৃদয় বিদীর্ণ হয়েছে - বিদীর্ণহৃদয়
-

0
Updated: 6 days ago
‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’-
Created: 1 day ago
A
ইতিহাসবেত্তা
B
ঐতিহাসিক
C
ইতিহাসবিজ্ঞ
D
ইতিহাসবিদ
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা। ইতিহাস জানেন যিনি- ঐতিহাসিক। সঠিক উত্তর- ইতিহাসবেত্তা।

0
Updated: 1 day ago