A
sinful --- sloth
B
inevitable --- desire
C
unnecessary --- malice
D
intense --- hate
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - ক) sinful --- sloth
Complete Sentence: Anger, even when it is sinful has one virtue, it overcomes sloth.
_ বাংলা অর্থ: রাগ, যদিও পাপময়, তবুও এর একটি গুণ রয়েছে; এটি অলসতাকে পরাজিত করে।
• The conjunctions but/although/though/even when/even though connect ideas that contrast.
- অর্থাৎ, এখানে positive এবং negative দুইটি expression ব্যবহার করতে হবে।
ক)
- sinful - অন্যায়; অনাচারী; পাপময়।
- sloth - আলস্য; কুঁড়েমি; ঢিলেমি।
• অপশন আলোচনা:
খ)
- inevitable - অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য।
- desire - কামনা; ইচ্ছা; বাসনা; স্পৃহা; অভিলাষ।
গ)
- unnecessary - অপ্রয়োজনীয়; অনাবশ্যক; বাহুল্য; অহেতুক।
- malice - অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা; বিদ্বেষ।
ঘ)
- intense - তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র।
- hate - ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা।
Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago