‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি অদ্বৈত মল্লবর্মণ রচিত একটি আঞ্চলিক উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় মাসিক ‘মোহাম্মদী’ পত্রিকায় এবং লেখকের মৃত্যুর পর ১৯৫৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি চার খণ্ডে বিন্যস্ত এবং এতে কুমিল্লা জেলার তিতাস নদীর তীরবর্তী ধীবর সমাজের রীতিনীতি, ধর্ম-সংস্কার, উৎসব ও জীবনযাপনের অনবদ্য চিত্রায়ণ পাওয়া যায়। ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক এই কাহিনির অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
-
উপন্যাসের প্রধান চরিত্র:
-
নারী চরিত্র: বাসন্তী
-
পুরুষ চরিত্র: কিশোর
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: সুবল, অনন্ত, তিলক, করমালী
-
-
উপন্যাসের কিছু বিখ্যাত উক্তি:
-
'মনের মত মানুস পাইলাম না।' – একটি মালো যুবকের উক্তি
-
'তোমার আমার ঘরই নাই, তার আবার মানুষ।' – করমালীর উক্তি
-