What is the ending mood of Paul’s journey in the novel Sons and Lovers?
A
Lonely but determined to live
B
Joyful reunion with Miriam
C
Peaceful life with Clara
D
Reconciliation with his father
উত্তরের বিবরণ
সবশেষে Paul একা হয়ে যায়। Miriam ও Clara কেউই তার জীবনে স্থায়ী হয় না। মায়ের মৃত্যু তাকে ভেঙে দেয়। তবুও Paul সিদ্ধান্ত নেয় সে বাঁচবে। তার যাত্রা একাকিত্বে ভরা, কিন্তু জীবনের প্রতি দৃঢ় সংকল্পই তাকে এগিয়ে নিয়ে যাবে।
0
Updated: 1 month ago
Which character is known for working in the lace factory in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Clara Dawes
B
Miriam Leivers
C
Annie Morel
D
Beatrice Wyld
Clara Dawes লেইস ফ্যাক্টরিতে কাজ করত। তার চরিত্র আধুনিক, স্বাধীনচেতা এবং বিদ্রোহী নারী হিসেবে উপস্থাপিত। Lawrence তাকে এমনভাবে এঁকেছেন যে সে সমাজের নিয়ম ভেঙে নিজস্ব জীবন গড়ে তুলতে চায়। Paul–এর সাথে তার সম্পর্কও শারীরিক আকর্ষণে ভরা।
2
Updated: 1 month ago
What is the profession of Walter Morel in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
A coal miner
B
A school teacher
C
A shopkeeper
D
A farmer
Walter Morel একজন কয়লা খনির শ্রমিক। তার জীবনের কষ্ট, দারিদ্র্য আর অশিক্ষা পরিবারে সমস্যা সৃষ্টি করে। মদ্যপান আর রূঢ় স্বভাব তাকে পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। Lawrence তার চরিত্রের মাধ্যমে শ্রমিকশ্রেণির কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
Sons and Lovers is largely considered a semi-autobiographical novel, drawing heavily from Lawrence's relationship with:
Created: 4 weeks ago
A
His wife, Frieda Weekley
B
His mother, Lydia Lawrence
C
His father, Arthur Lawrence
D
His literary mentor, Ford Madox Ford
ডি.এইচ. লরেন্সের "Sons and Lovers" উপন্যাসটি আধা-স্বনির্ভর হিসেবে বিবেচিত। এটি মূলত প্রধান চরিত্র পল মরেল এবং তার মা জার্ট্রুড মরেল এর মধ্যে গভীর ও জটিল সম্পর্কের গল্প। এই সম্পর্ক লরেন্সের নিজের মা লিডিয়া লরেন্স এর সঙ্গে তার ঘনিষ্ঠ এবং কখনো কখনো চাপসৃষ্টিকারী বন্ধনের প্রতিফলন।
-
উপন্যাসে দেখানো হয়েছে যে এই ঘনিষ্ঠ মা-ছেলে সম্পর্ক পলের অন্যান্য নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক প্রভাবিত করে, যেমন মিরিয়াম লিভার্স এবং ক্লারা ডোজ।
-
মায়ের প্রভাব, যা কখনও সহায়ক আবার কখনও অত্যাচারী, পলকে পুরোপুরি অন্য কারো প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে বাধা দেয়।
-
এর ফলে পল মানসিকভাবে দ্বন্দ্বপূর্ণ অবস্থায় পড়ে, কারণ সে মায়ের প্রতি আনুগত্য ও ভালোবাসা এবং স্বাধীন প্রেমের আকাঙ্ক্ষা এর মধ্যে আটকে যায়।
-
উপন্যাসটি পরিবার ও ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে থাকা সামঞ্জস্যের সংঘাত এবং মানসিক জটিলতা উদঘাটন করে।
0
Updated: 4 weeks ago