What is the name of Miriam’s family farm in the novel Sons and Lovers?
A
The Willey Farm
B
The Hill Farm
C
The Leivers’ Farm
D
The Forest Farm
উত্তরের বিবরণ
Miriam Leivers গ্রামে থাকে, আর তাদের খামারের নাম হলো Leivers’ Farm। এখানে Paul প্রায়ই আসে, এবং Miriam–এর সাথে তার সম্পর্ক এখানেই গড়ে ওঠে। প্রকৃতির শান্ত পরিবেশ সম্পর্কের আধ্যাত্মিক দিককে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What is the ending mood of Paul’s journey in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Lonely but determined to live
B
Joyful reunion with Miriam
C
Peaceful life with Clara
D
Reconciliation with his father
সবশেষে Paul একা হয়ে যায়। Miriam ও Clara কেউই তার জীবনে স্থায়ী হয় না। মায়ের মৃত্যু তাকে ভেঙে দেয়। তবুও Paul সিদ্ধান্ত নেয় সে বাঁচবে। তার যাত্রা একাকিত্বে ভরা, কিন্তু জীবনের প্রতি দৃঢ় সংকল্পই তাকে এগিয়ে নিয়ে যাবে।
0
Updated: 1 month ago
Where does William Morel move for his job in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
London
B
Nottingham
C
Derbyshire
D
Liverpool
William চাকরির কারণে লন্ডনে যায়। সেখানে সে উচ্চশ্রেণির জীবনে প্রবেশ করে। কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। William–এর এই স্থানান্তর পরিবার থেকে বিচ্ছিন্নতার প্রতীক।
0
Updated: 1 month ago
What is a central theme explored in "Sons and Lovers"?
Created: 4 weeks ago
A
The class struggle in Victorian England
B
The destructive nature of unresolved Oedipal complexes and family relationships
C
The beauty of nature and its healing power
D
The pursuit of scientific discovery
উপন্যাসটি পল মরেল-এর তার মা জার্ট্রুডের উপর অস্বাস্থ্যকর আবেগিক নির্ভরতার ওপর কেন্দ্রীভূত, যা তাকে অন্য নারীদের সঙ্গে পূর্ণাঙ্গ প্রেমের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাধা দেয়।
-
লরেন্স দেখান কিভাবে এই পরিবারের জটিল আবেগিক সম্পর্ক ব্যক্তি হিসেবে বিকাশে বাধা সৃষ্টি করে।
-
এর ফলে পল-এর প্রেমময় আকাঙ্ক্ষা ও ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায়।
-
উপন্যাসটি মূলত পরিবারের আবেগ এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে থাকা সংঘাতকে অনুসন্ধান করে।
0
Updated: 4 weeks ago