Few people would care to take the negative side of the proposition that the women of the world are ____ and ____.
A
admired --- provoked
B
oppressed --- scorned
C
rebuked --- regaled
D
slighted --- celebrated
উত্তরের বিবরণ
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ
ক)
Admired - প্রশংসিত, অবজ্ঞাপূর্নভাবে প্রশংসিত।
Provoked - উত্তেজিত, ক্ষুব্ধ করা।
খ)
Oppressed - অত্যাচৃত, নিপীড়িত।
Scorned - তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা।
গ)
Rebuked - ভর্ত্সনা করা, তিরস্কৃত।
Regaled - আনন্দিত করা, খুশি করা, অতিথি আপ্যায়ন করা।
ঘ)
Slighted - অবমূল্যায়িত, অবজ্ঞা করা।
Celebrated - প্রসিদ্ধ, উল্লসিত, উৎযাপিত।
• সাধারণত দুটি সম অর্থসম্পন্ন শব্দ and দ্বারা যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
- এখানে,
Oppress: burdened by abuse of power or authority;
Scorn: open dislike and disrespect or mockery often mixed with indignation.
- এখানে এই শব্দযুগলই সমার্থক শব্দ প্রকাশ করছে এবং বাক্যের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ।
- তাই সঠিক উত্তর - খ) oppressed --- scorned.
Complete Sentence: Few people would care to take the negative side of the proposition that the women of the world are oppressed and scorned.
বাংলা অর্থ: বিশ্বের মহিলারা অত্যাচৃত এবং তাচ্ছিল্যিত হওয়া সম্পর্কে প্রস্তাবনার বিপক্ষে কথা বলার জন্য খুব কম মানুষই আগ্রহী হবে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago