চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত করা হয়?
A
৬৫ বছর
B
৬৬ বছর
C
৬৭ বছর
D
৬৮ বছর
উত্তরের বিবরণ
চতুর্দশ সংশোধনী বাংলাদেশের সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, যা বিচার, সংসদীয় নারী প্রতিনিধিত্ব এবং সরকারি প্রথার ক্ষেত্রে প্রভাব ফেলে।
প্রধান তথ্যগুলো হলো:
-
চতুর্দশ সংশোধনী আইন ২০০৪ সালের ১৬ মে সংসদে পাস হয়।
-
সংবিধানে বিভিন্ন বিধান সংযোজন করা হয়। উল্লেখযোগ্য বিষয়গুলো:
-
সংসদে সংরক্ষিত নারী আসন ৩০ থেকে ৪৫ এ বৃদ্ধি করা হয়, যা পরবর্তী দশ বছর বলবৎ থাকবে।
-
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে ৬৭ বছর বৃদ্ধি করা হয়।
-
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি তাদের স্ব স্ব কার্যলয়সহ সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়।
-

0
Updated: 15 hours ago
ড. মুহাম্মদ ইউনূস র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কত সালে?
Created: 8 hours ago
A
১৯৮৪ সালে
B
১৯৯৪ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, ব্যাংকার ও নোবেল পুরস্কার বিজয়ী, যিনি ক্ষুদ্রঋণ ব্যবস্থার মাধ্যমে বিশ্বে ব্যাপকভাবে পরিচিতি অর্জন করেছেন। তিনি শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
-
তিনি ক্ষুদ্রঋণ (Microcredit) ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
-
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি।
-
২০০৬ সালে মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
তিনি প্রথম বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী।
-
এছাড়া, ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
-
১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তিনি দায়িত্বে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়।
-
২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হন।
-
১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রায় শতাধিক পুরস্কার অর্জন করেছেন।
-
১৯৮৪ সালে ড. মুহাম্মদ ইউনূস র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

0
Updated: 8 hours ago
বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান -
Created: 1 week ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৭টি
সুশাসনের উপাদান:
-
বিভিন্ন সংস্থা ও তাত্ত্বিকদের মতে সুশাসনের মূল উপাদান ভিন্ন।
-
Asian Development Bank (ADB): ৪টি উপাদান
-
UNDP: ৯টি উপাদান
-
World Bank: ৬টি উপাদান
-
United Nations (UN): ৮টি উপাদান
-
African Development Bank (AFDB): ৫টি উপাদান
-
International Development Agency (IDA): ৪টি উপাদান
-
কৌটিল্য (প্রাচীন অর্থশাস্ত্রবিদ): ৪টি উপাদান
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
‘মেগাস্থিনিস’ কে ছিলেন?
Created: 3 days ago
A
সিজারের প্রেরিত দূত
B
সেলুকাসের প্রেরিত দূত
C
আলেকজান্ডারের প্রেরিত দূত
D
কোনটি নয়
সেলুকাসের দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন এবং তার রচিত ‘ইন্ডিকা’ গ্রন্থ থেকে মৌর্য সমাজ ও শাসনব্যবস্থা সম্পর্কে জানা যায়।
মেগাস্থিনিস:
-
তিনি সেলুকাসের প্রেরিত দূত ছিলেন।
-
‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা মেগাস্থিনিস।
-
এই গ্রন্থে চন্দ্রগুপ্তের ব্যক্তিগত জীবন এবং শাসন ব্যবস্থার বিস্তৃত বর্ণনা রয়েছে।
-
তিনি গ্রীক বিশ্বের কাছে ভারতের সবচেয়ে সম্পূর্ণ বিবরণ উপস্থাপন করেছেন।
-
মেগাস্থিনিসের কাজের প্রধান ত্রুটি ছিল:
-
বিবরণে ভুল।
-
ভারতীয় লোককাহিনীর সমালোচনামূলক গ্রহণযোগ্যতার অভাব।
-
গ্রীক দর্শনের মানদণ্ডে ভারতীয় সংস্কৃতিকে আদর্শিকভাবে উপস্থাপনের প্রবণতা।
-
সূত্র:

0
Updated: 3 days ago